ভারী তুষারপাত শুরু হয়েছে কাশ্মীরে। টানা তুষারপাতে পুরো দক্ষিণ কাশ্মীর ঢেকে গিয়েছে বরফের চাদরে। এই প্রাকৃতিক দশ্য সত্যিই বড় মনোরম। খুশি পর্যটকরাও। কিন্তু কপালে ভাঁজ পড়েছে আপেল চাষীদের। তুষার পাতের জেরে ঝড়ে গিয়েছে আনেক আপেল গাছও। নষ্ট হচ্ছে প্রতুর আপেল। কাশ্মীরেই পচে যাচ্ছে কাশ্মীরের সুমিষ্ট আপেল। ফলে বড় লোকসানের আশঙ্কা আপেল চাষীদের। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পুলওয়ামা জেলায়। বিঘের পর বিঘে জমির আপেল নষ্ট হয়েছে। ক্ষতির পরিমাণ যাচাই করতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সরকার।
ভারী তুষারপাত শুরু হয়েছে কাশ্মীরে। টানা তুষারপাতে পুরো দক্ষিণ কাশ্মীর ঢেকে গিয়েছে বরফের চাদরে। এই প্রাকৃতিক দশ্য সত্যিই বড় মনোরম। খুশি পর্যটকরাও। কিন্তু কপালে ভাঁজ পড়েছে আপেল চাষীদের। তুষার পাতের জেরে ঝড়ে গিয়েছে আনেক আপেল গাছও। নষ্ট হচ্ছে প্রতুর আপেল। কাশ্মীরেই পচে যাচ্ছে কাশ্মীরের সুমিষ্ট আপেল। ফলে বড় লোকসানের আশঙ্কা আপেল চাষীদের। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পুলওয়ামা জেলায়। বিঘের পর বিঘে জমির আপেল নষ্ট হয়েছে। ক্ষতির পরিমাণ যাচাই করতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সরকার।