কুঁয়োয় চিতাবাঘ, ঘুমপাড়ানি ওষুধে হল উদ্ধার। কুঁয়োর মধ্যে পড়ে যাওয়া চিতাবাঘ উদ্ধার। কেরলের ওয়ারনাড়ের ঘটনা। জঙ্গল লাগোয়া লোকালয়ে এই ঘটনা। পরিত্যক্ত কুঁয়োর মধ্যে চিতাবাঘটি পড়েছিল। কয়েক ঘণ্টার চেষ্টায় চিতাবাঘটিকে ধরা হয়। কুঁয়োতে জাল নামিয়ে উদ্ধার করা হয় । পরে ঘুম পাড়ানি ওষুধ প্রয়োগ করেন বনকর্মীরা। এরপর খাঁচাবন্দি করে চিতাবাঘটিকে নিয়ে যাওয়া হয়।
কুঁয়োয় চিতাবাঘ, ঘুমপাড়ানি ওষুধে হল উদ্ধার। কুঁয়োর মধ্যে পড়ে যাওয়া চিতাবাঘ উদ্ধার। কেরলের ওয়ারনাড়ের ঘটনা। জঙ্গল লাগোয়া লোকালয়ে এই ঘটনা। পরিত্যক্ত কুঁয়োর মধ্যে চিতাবাঘটি পড়েছিল। কয়েক ঘণ্টার চেষ্টায় চিতাবাঘটিকে ধরা হয়। কুঁয়োতে জাল নামিয়ে উদ্ধার করা হয় । পরে ঘুম পাড়ানি ওষুধ প্রয়োগ করেন বনকর্মীরা। এরপর খাঁচাবন্দি করে চিতাবাঘটিকে নিয়ে যাওয়া হয়।