নাগরিকত্ব আইনের প্রতিবাদে আন্দোলন এবার ছড়িয়ে পড়ল জলপথেও। মেঙ্গালুরুতে জল পথে প্রতিবাদে নামলেন আন্দোলনকারীরা। সারা দেশ জুড়েই নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথে নেমেছেন সাধারণ মানুষ। সেই প্রতিবাদে সামিল কর্ণাটকের মেঙ্গালুরুও।
নাগরিকত্ব আইনের প্রতিবাদে আন্দোলন এবার ছড়িয়ে পড়ল জলপথেও। মেঙ্গালুরুতে জল পথে প্রতিবাদে নামলেন আন্দোলনকারীরা। সারা দেশ জুড়েই নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথে নেমেছেন সাধারণ মানুষ। সেই প্রতিবাদে সামিল কর্ণাটকের মেঙ্গালুরুও। অতীতে এখানে আন্দোলন এতটাই হিংসাত্মক আকার নেয় যে কারফু ঘোষণা করতে হয়, প্রাণও যায় মানুষের। এবার নৌকায় চেপে জলপথে জাতীয় পতাকা হাতে নিয়ে চলল নাগরিকত্বা আইনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন।