১২,৫০০ ফুট উচ্চতায় বরফে ঢাকা পাহাড়ে কবাডি খেলা, দেখে নিন ভিডিও

বরফে ঢাকা পাহাড়ের চূড়ায় জোর কদমে চলছে কবাডি খেলা। কনকনে ঠান্ডার মাঝেই জোর কদমে চলছে খেলা। ১২হাজার ৫০০ ফুট উচ্চতায় চলছে কবাডি খেলা। আইটিবিপি-র জওয়ানদের এই ভিডিও এখন ভাইরাল। আইটিবিপি-র টুইটারে এখন দেখা যাচ্ছে এই ভিডিওটি। 

বরফে ঢাকা পাহাড়ের চূড়ায় জোর কদমে চলছে কবাডি খেলা। কনকনে ঠান্ডার মাঝেই জোর কদমে চলছে খেলা। ১২হাজার ৫০০ ফুট উচ্চতায় চলছে কবাডি খেলা। আইটিবিপি-র জওয়ানদের এই ভিডিও এখন ভাইরাল। আইটিবিপি-র টুইটারে এখন দেখা যাচ্ছে এই ভিডিওটি। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ার হাত ধরে হামেশাই আইটিবিপি-র নানান ভিডিও উঠে আসে। এর আগেও তাঁদের নানান ভিডিও উঠে এসেছে, যেখানে দেখা গিয়েছে তাঁরা দেশকে রক্ষা করতে কতটা পরিশ্রম করে। প্রজাতন্ত্র দিবসেও বরফে ঢাকা পাহাড়ের চূড়ায় তাঁদের পতাকা উত্তলন করতে দেখা গিয়েছে। কিছুদিন আগে আরও এক রোমহর্ষক ভিডিও সামনে আনে আইটিবিপি। যেখানে বরফ আবৃত পাহাড়ের চূড়ায় পুশ আপ করতে দেখা গিয়েছে আইটিবিপি-র এক জওয়ান রতন সিং সোনালকে। শুধু তাই নয় একটানা পুশ আপ করতে দেখা গিয়েছে তাঁকে। এবার এই আইটিবিপি জওয়ানদেরই দেখা গেল কনকনে ঠান্ডায় কবাডি খলতে। 

04:15বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা09:16শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের03:57Assam : অসমে অ্যাকশন শুরু, জালে বড় পাণ্ডা! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ12:45কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী09:42'কুয়েত যেন মিনি হিন্দুস্তান' কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?05:30হিন্দু ধর্ম রক্ষার্থে বড় পদক্ষেপ যোগী আদিত্যনাথের, দেখুন কী বললেন তিনি04:55CM Yogi : 'সম্ভলের ঘটনায় একজনকেও ছাড়ব না' বিরোধীদের ধুয়ে দিলেন যোগী আদিত্যনাথ03:10Abhishek Banerjee: 'এক দেশ এক নির্বাচন কথাটাই হাস্যকর' লোকসভায় এ কী বললেন অভিষেক?06:10কেন সংবিধান সংশোধন করেছিলেন? নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদী05:46'জওহরলাল নেহেরুর জন্যই এত গণ্ডগোল' ভরা লোকসভায় এ কী বললেন প্রধানমন্ত্রী?