২৫০ কোটি দিয়ে পঞ্চানন বর্মার মূর্তি বানাবে কেন্দ্র, মমতাকে পাল্টা জবাব শাহ-র

  •  শাহ-সভা ঘিরে স্লোগান রাজনীতিতে সরগরম রাজ্য 
  •   বাংলার বুকে নয়া সংযোজন এবার মূর্তি রাজনীতি 
  •   পঞ্চানন বর্মার মূর্তি তৈরি কথা ঘোষণা করলেন শাহ  
  •  এর জন্য ২৫০ কোটি টাকা খরচ করবে কেন্দ্রীয় সরকার 

Asianet News Bangla | Published : Feb 11, 2021 9:43 AM IST / Updated: Feb 11 2021, 03:23 PM IST

 শাহ-সভা ঘিরে স্লোগান রাজনীতিতে সরগরম রাজ্য। তার উপর বাংলার বুকে নয়া সংযোজন এবার মূর্তি রাজনীতি। বৃহস্পতিবার অমিত শাহর সফর ঘিরে  স্লোগান এবং মূর্তি ইস্যুতে উসকাল কোচবিহার।

আরও পড়ুন, মতুয়াদের মন রাখতে আজ ঠাকুরনগরে শাহ, নাগরিকত্ব নিয়ে কী বার্তা দেবেন স্বরাষ্ট্র মন্ত্রী 

 

 

এদিন কোচবিহারের রাসমেলার ময়দান থেকে, তিনি উচ্চ স্বরে জয় শ্রীরাম ধ্বনি তুলে প্রত্যেকেই একই জোরে স্লোগানের আহ্বান জানান তিনি। পাশাপাশি, কোচবিহারে রাজবংশী সম্প্রদায়ের সংষ্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হবে পঞ্চানন বর্মার মূর্তি। এর জন্য ২৫০ কোটি টাকা খরচ করবে কেন্দ্র। প্রসঙ্গত, এর আগে পঞ্চানন বর্মাকে সম্মান জানিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ঘোষণা করেছিলেন,এবার থেকে পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি দেবে রাজ্য সরকার। তবে এবার ২৫০ কোটি টাকার মূর্তি তৈরির ঘোষণা করে মমতাকে পাল্টা জবাব দিলেন অমিত শাহ।

আরও পড়ুন, 'রথ তৈরি করে যাত্রা করছে BJP', পৌরাণিক প্রসঙ্গ তুলে তোপ মমতার 

 

 

রাসমেলার মাঠ থেকে পরিবর্তন যাত্রা এবং জয় শ্রীরাম স্লোগান বিতর্কের জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শাহ জানিয়েছেন, সংখ্য়ালঘু সম্প্রদায়কে নিয়ে তোষণের রাজনীতি করার কারণেই রামনাম পছন্দ করেন না। যদিও ভোটের পরেই ফিরবে বারবার এই স্লোগান বার্তা শাহ-র।

Share this article
click me!