ভোটের আগে বড় চমক, মোদীর মিছিল দিয়ে সমাপ্তি BJP-র রথযাত্রার

  •  বিজেপির রথযাত্রা নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি 
  •  যদিও রথযাত্রার অনুমতি দিয়েছে জেলা-প্রশাসন 
  •   নরেন্দ্র মোদীর সভা দিয়েই এই রথযাত্রা শেষ হবে 
  • এমনটাই বিজেপির তরফে জানানো হয়েছে 

Asianet News Bangla | Published : Feb 7, 2021 9:20 AM IST / Updated: Feb 07 2021, 02:51 PM IST


 বিজেপির রথযাত্রা নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। যদিও রথযাত্রার অনুমতি দিয়েছে জেলা-প্রশাসন। আর এবার মোদীর সফরের দিনে বিজেপির তরফে রাজ্যবাসীর জন্য রইল বড় চমক। বিজেপির তরফে জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা দিয়েই এই রথযাত্রা শেষ হবে।

আরও পড়ুন, মোদীর জন্য 'মাছ-আদিবাসীদের নৃত্য' আঁকা পাঞ্জাবি-শাল উপহার, তৈরি করলেন বাংলার পট শিল্পীরা 

 

 

 

আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিছিল। এই মিছিলকে বিজেপির তরফে নাম দেওয়া হয়েছে পরিবর্তন যাত্রা। বিজেপির তরফে জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা দিয়েই এই রথযাত্রা শেষ হবে। এই যাত্রার সূচনা ইতিমধ্য়েই  করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ১২ ফেব্রুয়ারি এই মিছিলের শেষ ভাগটি সাগর দ্বীপে শুরু হবে। সেটি কলকাতায় পৌছবে মার্চ মাসে। যাত্রায় পতাকা উত্তোলন করবেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। 

আর ও দেখুন, Election Live Update-আজ বাংলায় সফরে মোদী, হলদিয়ায় নতুন প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী  

 

 

প্রসঙ্গত, শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মালদহে একটি রোড শো করেন। তাঁর সঙ্গে সেই রোড শোয়ে উপস্থিত ছিলেন রাজ্য় বিজেপি প্রধান দিলীপ ঘোষ এবং অন্যান্যরা।  নাড্ডার রোড শো-কে ঘিরে উৎসাহ ছিল তুঙ্গে। 

Share this article
click me!