প্রাকৃতিক গ্যাস লাইন প্রকল্পের সূচনায় মোদী
- Home
- West Bengal
- West Bengal News
- Election Live Update- বাংলাকে দিশা দেখাতে ব্যর্থ মমতা, দেশবিরোধী তত্ত্বেও আঘাত হানলেন মোদী
Election Live Update- বাংলাকে দিশা দেখাতে ব্যর্থ মমতা, দেশবিরোধী তত্ত্বেও আঘাত হানলেন মোদী
বিধানসভা ভোটের প্রাক্কালে রবিবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। হলদিয়ায় পেট্রোলিয়ামের নতুন প্রকল্পের শিলান্যাস করবেন মোদী। ভোটের আগে কেন্দ্রীয় সরকারের কর্মসূচি ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। রবিবার হলদিয়ার ওই অনুষ্ঠানে আমন্ত্রিত রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। হলদিয়া পরিশোধনাগারের দ্বিতীয় ক্যাটালিটিক-আইসোডিও-ওয়াকসিন। একইসঙ্গে ৪১ নম্বর জাতীয় সড়কে একটি উড়ালপুলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
- FB
- TW
- Linkdin
পশ্চিমবঙ্গে উন্নয়নের রাজনীতি হয়নি। নিজেদের স্বার্থে রাজনীতি করেছে। হলদিয়া থেকে রাজ্য সরকারের সমালোচনায় মোদী।
'মেদিনীপুরের মাটির গুণে আমি মুগ্ধ' বাংলায় জানালেন মোদী
হলদিয়ার রাজনৈতিক সভা থেকে উত্তরাখন্ড নিয়ে উদ্বেগ প্রকাশ মোদীর
মোদীকে সভামঞ্চে স্বাগত জানালেন দিলীপ ঘোষ
হলদিয়ায় সভা মঞ্চে উপস্থিত মোদী, হাত নেড়ে সকলকে শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী
হলদিয়ায় পৌঁছলেন প্রধানমন্ত্রী। হেলিপ্যাড গ্রাউন্ডে নামল মোদীক কপ্টার।
'রাজ্য সরকার শিল্পায়নে সম্পূর্ণ ব্যর্থ-হলদিয়ায় বিনিয়োগ করছে কেন্দ্র', হলদিয়ায় জানালেন শুভেন্দু অধিকারী।
হলদিয়ায় দাঁড়িয়ে রাজ্য বাজেটের তীব্র সমালোচনা করলেন শুভেন্দু। হলদিয়া শিল্পঞ্চালে বিগত সরকার উন্নয়নে বাধা সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন শুভেন্দু।
হলদিয়ার প্রধানমন্ত্রী সরকারি অনুষ্ঠানে যোগদান। সেখানে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী। হলদিয়া পেট্রোকেমিক্যালসের নতুন প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী। বললেন শুভেন্দু অদিকারী।
রবিবার হলদিয়ায় সভা করতে আসছেন প্রধানমন্ত্রী মোদী। মোদীর সভার আগেই ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ, চাঞ্চল্য নন্দকুমারে।
ডোমজুড়ে রাজীবের পদযাত্রায় দেখানো হল কালো পতাকা
মোদী সফরের দিনেই নন্দীগ্রামে BJP র প্রস্তুতি সভায় হামলা, আহত ৫ বিজেপি কর্মী।
আজ মোদীর অনুষ্ঠানে থাকবেন না মমতা। মুখ্মন্ত্রী নিজেও মোদীর এনিয়ে কোনও মন্তব্য় করেননি।
প্রধানমন্ত্রীর জন্য বিশেষ উপহার নিয়ে প্রস্তুত বাংলার পট শিল্পীরা। রবিবার প্রধানমন্ত্রী মোদীর বাংলা সফর। আর মোদীর জন্যই পাঞ্জাবি এবং শাল তৈরি করেছন পশ্চিম মেদিনীপুরের পট শিল্পীরা। উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের পট শিল্পীরা চিত্রের আঁকা, দেশ তথা আন্তর্জাতিক ক্ষেত্রেও বিখ্যাত । আর সেই পটের ছবি, পটের আঁকা পাঞ্জাবি ও শাল উপহার হিসেবে অপেক্ষা করছে প্রধানমন্ত্রীর জন্য।