'মুখ্যমন্ত্রী মাস্টারদের পচা নালায় ফেলে দিয়েছে', বুধবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে এবং যোধপুর চা-চক্রে গিয়ে আদিগঙ্গায় পার্শ্ব শিক্ষকদের বিক্ষোভ প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
আরও পড়ুন, হুগলিতে মোদীর পাল্টা সভা মমতার, পাকা ভিত নড়ার আশঙ্কায় ময়দানে তৃণমূল
বুধবার শিক্ষকদের প্রসঙ্গ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ১৬ ফেব্রুয়ারি আদি গঙ্গায় নেমে শিক্ষাকর্মীরা বিক্ষোভ দেখান। এই নিয়েই তীব্র নিন্দা করলেন তিনি। মুখ্যমন্ত্রী মাস্টারদের পচা নালায় ফেলে দিয়েছে, ওই দুর্গন্ধ যুক্ত নালায় কত সমস্যায় পড়লে মানুষ নামে। শিক্ষকদের যে দুরাবস্তা এই রাজ্যে আন্দোলনের জন্য হাইকোর্টের অনুমতি নিতে হচ্ছে, রাজ্যজুড়ে শিক্ষকদের অবস্থান বিক্ষোভ চলছে। ৬ বছর পর আবার ইন্টারভিউ হচ্ছে। হাস্যকর পরিস্থিতি তৈরি হচ্ছে। এমন কথাই বলতে শোনা গেল তাঁকে। এছাড়াও একাধিক অভিযোগ করলেন শাসকদলের বিরুদ্ধে। সেই সঙ্গেই বাদ গেলনা অন্যান্য দলও।
আরও পড়ুন, প্রথম সপ্তাহেই ২ লাখ ডাউনলোড 'দিদির দূত' অ্যাপ, এখানে নিজের কথা জানাতে পারবে সাধারণ মানুষ
এদিনে একাধিক রাজনৈতিক তথ্য তুলে ধরলেন তিনি। বাম ও কংগ্রেস এখন একজোট, এই নিয়েও একধিক মন্তব্য করলেন তিনি। বাম ও কংগ্রেস এখন একজোট, তবে আব্বাস সিদ্দিকির হাতে থাকবে এনিয়ে এখনও তারা ধন্ধে।