কামারহাটিতে বুথের ভিতরেই BJP-র পোলিং এজেন্টের মৃত্যু, কেন হাসপাতালে নিতে দেরি হল, তলব কমিশনের

  •  বুথের ভিতরেই বিজেপির পোলিং এজেন্টের মৃত্যু  
  •  এই ঘটনায় ওই কেন্দ্রে বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ 
  • বিজেপির ওই পোলিং এজেন্টের নাম অভিজিৎ সামন্ত 
  •  ইতিমধ্যেই ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন 
     

Ritam Talukder | Published : Apr 17, 2021 5:21 AM IST / Updated: Jun 01 2021, 03:48 PM IST


পঞ্চম দফার ভোটের সকালে বুথের ভিতরেই বিজেপির পোলিং এজেন্টের মৃত্যু। এই ঘটনায় দীর্ঘক্ষণের জন্য ওই ভোট কেন্দ্রে বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ। জানা গিয়েছে, ওই পোলিং এজেন্টের নাম অভিজিৎ সামন্ত। ইতিমধ্যেই ঘটনার রিপোর্ট তলব করেছে কমিশন।

 

আরও পড়ুন, ভোট কেন্দ্রে যেতে বয়স্কদের বিনামূল্যে ক্যাব পরিষেবা, মিলবে ৪০০ টাকা, বড় পদক্ষেপ কমিশনের 

 

 

 

 

উত্তর ২৪ পরগণার কামারহাটির ১০৭ নাম্বার বুথে বিজেপির পোলিং এজেন্টের দায়িত্বে ছিলেন অভিজিৎ সামন্ত। শনিবার নির্ধারিত সময়ে পৌঁছে যানও উনি। কিন্তু এর কিছুক্ষণ পরেই আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিজিৎ। শুরু হয় বমি। অভিযোগ, সেখানে উপস্থিত ভোট কর্মীরা অর্থাৎ অন্যদলের পোলিং এজেন্ট, প্রিসাইডিং অফিসারের বিষয়টি দেখলেও প্রথমে গুরুত্ব দেননি। বেশ অনেকটা সময় পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসক ওই পোলিং এজেন্টকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্য়েই জানানো হয়েছে অভিজিৎ এর পরিবারকে। শোকের ছায়া সামন্ত পরিবারে।

 

আরও দেখুন, Election Live Update-পঞ্চম দফার ভোট শুরু রাজ্য়ের ৬ জেলায় , থাকছে ফ্রি ক্যাবের সুবিধা, ওদিকে বঙ্গ সফর 

 

 

 তবে এই ঘটনায় ওই বুথের দায়িত্বে থাকা ভোট কর্মীদের ভূমিকা নিয়ে  প্রশ্ন উঠছে। কেন অসুস্থ হওয়ার পরেই অভিজিৎকে হাসপাতালে নিয়ে যাওয়া হল না। এদিকে শোকের পাশাপাশি জরুরী মুহূর্তে বিকল্প এজেন্ট বসানো নিয়ে চিন্তাভাবনাও শুরু করেছে বিজেপি। এই ঘটনায় অনিশ্চয়তার মুখে বিজেপি।
 

আরও পড়ুন, চতুর্মুখী লড়াই, দেগঙ্গায় দড়ি টানাটানির খেলায় কে জিতবে স্থির হবে পঞ্চম দফার ভোটে 

Share this article
click me!