'২৪-৩১ জানুয়ারি রাজ্যে কৃষক ভোজের আয়োজন', কৃষি আইনের পক্ষে সওয়াল করে জানালেন নাড্ডা

  • কৃষি আইনের পক্ষে সওয়াল নাড্ডার
  • ক্ষমতায় এলে কৃষকদের উন্নয়ন হবে
  • কৃষক পরিবারে মধ্যাহ্নভোজন নাড্ডার
  • রাজ্যে কৃষক ভোজনের আয়োজন বিজেপির

তিনটি কৃষি আইনের বিরোধিতায় তপ্ত গোটা দেশ। উত্তর ভারত সিংঘু সীমানায় ৪৪ দিন ধরে আন্দোলনে কৃষকরা। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এখনও অনড় তাঁরা। এই অবস্থায় বাংলায় এসে কৃষি পক্ষেই সওয়াল করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপি যে কৃষক দরদি তা বোঝাতে কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে শস্য সংগ্রহ করেন জেপি নাড্ডা। শুধু তাই নয়, কৃষকদের হাত ধরেই বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে বলে মন্তব্য করলেন তিনি।
আরও পড়ুন-'মমতার বিদায় নিশ্চিৎ, বাংলায় সরকার গড়বে বিজেপি', পূর্ব বর্ধমান থেকে 'ভবিষ্যদ্বাণী' জেপি নাড্ডার

Latest Videos

একুশের নির্বাচনকে পাখির চোখ করে নতুন বছরের শুরুতেই রাজ্য সফরে এলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বর্ধমান সফরে গিয়ে কাটোয়া জনসভা থেকে কৃষি আইনের পক্ষেই সওয়াল করলেন জেপি নাড্ডা। আশ্বাস দিলেন নতুন তিনটি কৃষি আইন থেকে কৃষকদের উন্নয়ন হবে। তিনি বলেন, পরিবর্তনের জন্য মনস্থির করে ফেলেছে রাজ্যের মানুষ। দুর্গার নামে শপথ করে বলছি, কৃষকদের নিয়েই বাংলায় পরিবর্তন আনবে বিজেপি। ২৪ থেকে ৩১ জানুয়ারি রাজ্য়ে কৃষক ভোজের আয়োজন করা হবে। ওই সময় চল্লিশ হাজার গ্রাম সভায় কৃষকদের সংগঠিত করা হবে। কাটোয়ার সভা থেকে বললেন জেপি নাড্ডা। 

আরও পড়ুন-'দেবী শয়নকক্ষে থাকলে দর্শন নিষিদ্ধ', সর্বমঙ্গলা মন্দিরে নাড্ডার যাওয়া ঘিরে বিতর্ক

তিনি আরও বলেন, কৃষকদের বাজেট ছয় গুণ বাড়িয়ে দিয়েছে মোদী সরকার। বাংলায় ক্ষমতায় এলে কৃষকদের উন্নয়ন করা হবে। কৃষি ক্ষেত্র থেকে রোজগারের থেকে দেশে ২৪ নম্বর পশ্চিমবঙ্গ। বাংলায় জলের অভাব নেই। তবু সেচ হয় এমন জমি কম। বাংলায় সরকার গড়ে আমরাই এরাজ্যে কৃষক সম্মান নিধি চালু করব। বাংলায় ৪ কোটি ৪৭ লক্ষ মানুষকে মমতা স্বাস্থ্য বিমা নিতে দেননি। কাটোয়ার সভায় দাঁড়িয়ে অভিযোগ জেপি নাড্ডার।

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের