'রাজীবের চেয়ে বড় অভিনেতা আর হয় নাকি', প্রাক্তন বনমন্ত্রীকে কটাক্ষ সোহমের

  • সোহমের নিশানায় রাজীব বন্দ্যোপাধ্য়ায়
  • দলত্যাগ করায় তাঁকে কটাক্ষ অভিনেতার
  • রাজীব সবচেয়ে বড় অভিনেতা বলে দাবি সোহমের
  • রাজীবকে কী বললেন অভিনেতা সোহম

তিনি নিজেই অভিনেতা! অথচ নিজেই একজন রাজনীতিবিদের প্রশংসা করছেন। তাঁর মতে, তাঁদের তুলনায় তিনিই সবচেয়ে বড় অভিনেতা। একটি জনসভা থেকে সদ্য তৃণমূল ছাড়া রাজীব বন্দ্যোপাধ্য়ায়কে এভাবেই কটাক্ষ করলেন সোহম চক্রবর্তী। এবার থেকে অভিনেতা খোঁজার জন্য হাপিত্যেশ করতে হবে না বলে প্রযোজকদের পরামর্শ দিলেন।

আরও পড়ুন-দুর্ঘটনার কবলে শুভেন্দুর কনভয়, একটুর জন্য রক্ষা পেলেন শিশির পুত্র, আহত নিরাপত্তারক্ষী

Latest Videos

কারণ, অভিনেতা সোহমের চোখে সবচেয়ে বড় অভিনেতা রাজীব বন্দ্যোপাধ্য়ায়। পূর্ব বর্ধমানের কালনায় নির্বাচনী জনসভা থেকে রাজীবকে নিশানা করেন সোহম। তিনি বলেন, ''আমাদের বন্ধ পরিচালক, প্রযোজকদের বলব, ভাল অভিনেতার জন্য হাপিত্যেশ করার কোনও প্রয়োজন নেই। কারণ, রাজীব বন্দ্যোপাধ্য়ায় আমাদের চেয়েও বড় অভিনেতা। তা না হলে চোখের জল মুছতে মুছতে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে বেরিয়ে গেলেন। তার পরের দিনই বিজেপিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীর নামে কুৎসা করছেন। এর চেয়ে বড় অভিনেতা আর হয় নাকি। প্রযোজকরা ভাল অভিনেতা না পেলে, আনমাকে বলো, আমি তোমাদের ভাল অভিনেতার খোঁজ দেব, ফিল্মে কাজ করার জন্য''।

আরও পড়ুন-ভোটের আগে মোদীকে নিয়ে ব্রিগেড সমাবেশের ভাবনা, 'পরিবর্তন যাত্রা' শেষেই পরিকল্পনা বিজেপির

পাশাপাশি, বিজেপির কেন্দ্রীয় নীতিকে তীব্র ভাষায় কটাক্ষ করেন সোহম। তিনি বলেন, ''বিজেপির কোনও উন্নয়নের দিশা নেই। তাই তাঁরা তৃণমূলের নেতা নেত্রীদের নামে কুৎসা করে বেড়াচ্ছে। করোনা-আমফানের সময় বিজেপি নেতাদের দেখা মেলেনি। এখন ভোট আসতেই পরিযায়ী নেতারা দিল্লি থেকে এ রাজ্যে উড়ে আসছেন''।

Share this article
click me!

Latest Videos

'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts