আজ মুখ্যমন্ত্রী মমতার জন্মদিন, ভবঘুরেরা খেলেন চিলি চিকেন, ফ্রায়েড রাইস

Published : Jan 05, 2021, 06:12 PM ISTUpdated : Jan 05, 2021, 06:54 PM IST
আজ মুখ্যমন্ত্রী মমতার জন্মদিন, ভবঘুরেরা খেলেন চিলি চিকেন, ফ্রায়েড রাইস

সংক্ষিপ্ত

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের জন্মদিন রাজ্য জুড়ে নানাভাবে তৃণমূল নেত্রীর জন্মদিন পালন অভিনব উদ্যোগ নিলেন তৃণমূলকর্মীরা  ভবঘুরেদের চিলি চিকেন ফ্রায়েড রাইস বিলি

শাজাহান আলি, পশ্মুচিম মেদিনীপুর-খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে অভিনব আয়োজন তৃণমূলকর্মীদের। পেটপুরে খেলেন ভবঘুরেরা। তাঁদের জন্য চিলি চিকেন ও ফ্রাই রাইস খাওয়ালেন তৃণমূলকর্মীরা। তাঁদের তৃণূল কাউন্সিলর ও নেতাকর্মীদের উদ্যোগে এই আয়োজন করা হয়। 

আরও পড়ুন-৯ জানুয়ারি ফের রাজ্যে জেপি নাড্ডা, বর্ধমান সফরে গিয়ে কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ করবেন

মুখ্যমন্ত্রীর জন্মদিনে মেদিনীপুর শহরের ভবঘুরেদের ফ্রায়েড রাইস চিলি চিকেন খাওয়ালেন যুব তৃণমূল নেতা ৷ মেদিনীপুর পৌর এলাকার ২ নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলার নির্মাল্য চক্রবর্তী এই উদ্যোগ নিয়েছিলেন মঙ্গলবার ৷ প্রায় দুশো জন মানুষকে প্যাকেট করা খাবার বিলি করা হল শহরে জুড়ে৷

লক্ষ্মীর মন্ত্রিত্ব ত্যাগ, ক্রীড়া প্রতিমন্ত্রীর ইস্তফা প্রসঙ্গে কী বললেন মুখ্যমন্ত্রী

মমতার জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার সকাল থেকেই গরিব ও দুস্থ্য,ভবঘুরে মানুষকে খাওয়ানোর উদ্যোগ নিয়েছিলেন যুব তৃণমূল নেতা নির্মাল্য চক্রবর্তী ৷  তাই মেদিনীপুর শহরে আবাস এলাকাতে নিজেদের দলীয় কার্যালয়ের পাশে রান্না শুরু হয়েছিল ৷  সকাল থেকেই স্থানীয় লোকজনদের নিয়ে ফ্রায়েড রাইস ও চিলি চিকেন রান্না করা হয় ৷ পরে দলের কর্মীরাই প্যাকেট করেন ভবঘুরেদের জন্য ৷ এরপর কর্মীদের নিয়ে মেদিনীপুর শহরে রাস্তায় ঘুরে রাস্তায় থাকা ভবঘুরে ও ভবঘুরে আবাসনে থাকা ভবঘুরেদের সেই খাবার তুলে দেওয়া হয় ৷ ভবঘুরেদের শীতবস্ত্র বিতরণ করেন বিদায়ী কাউন্সিলর।
 

PREV
click me!

Recommended Stories

RG Kar Case : আদালতে CBI আধিকারিকের চাঞ্চল্যকর স্বীকারোক্তি! কী বললেন তিলোত্তমার মা-বাবা?
BREAKING NEWS: প্রকাশিত হল SIR-এ বাদ যাওয়া নামের তালিকা! আপনার নাম নেই তো? ক্লিক করে জেনে নিন