৬ সপ্তাহে ৩৬০০০ বিয়ে, কোভিড বিধি শিথিল হতেই রেকর্ড গড়ল বাংলা

গত ছয় সপ্তাহে ৩৬,০০০-এরও বেশি বিয়ে। কোভিড-১৯ বিধিনিষেধ শিথিল করার পর বিয়ের সংখ্যায় রেকর্ড গড়ল বাংলা।

গত ছয় সপ্তাহে ৩৬,০০০-এরও বেশি বিয়ে। হ্যা, রাজ্য সরকার কোভিড-১৯ বিধিনিষেধ শিথিল করার পর, বিয়ের সংখ্যার নিবন্ধনের নিরিখে মোটামুটি েকটা রেকর্ড গড়ে ফেলল পশ্চিমবঙ্গ। জানা গিয়েছে, গত এপ্রিল, মে এবং জুন মাসে,  যখন কোভিড-১৯ মহামারির দ্বিতীয় তরঙ্গে ছাডরখার হয়ে গিয়েছিল বাংলা-সহ গোটা দেশ, সেই সময় রাজ্যে হাজার হাজার বিবাহ বাতিল হয়েছিল। বর্তমানে রাজ্যে দৈনিক নতুন সংক্রমনের সংখ্য়াটা ৬০০-৭০০'র মধ্যে ঘোরাফেরা করছে। েখন বিয়ে বাতিল হওয়া সেইসব হবু দম্পতিরা, কোভিডের বিঝিনিষেধ শিথিল হতেই তাদের ঝুলে থাকা বিয়ের অনুষ্ঠান সাঙ্গ করেছেন। ফলে বিয়ের বাজার কেবারে উপচে পড়ছে। 

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্য সরকার চলতি মাসের প্রথম ১৫ দিনে ৯,৯৪৬ টি বিবাহের সংশাপত্র দিয়েছে। এক সরকারী কর্মকর্তা বলেছেন, শ্রাবন মাসের ভাদ্র মাস আসছে, যে মাসে হিন্দু রীতি অনুযায়ী বিয়ে হয় না। তাই বিয়ের চাপটা বেশি হয়েছে। তাছাড়া ১০ অগাস্ট মহররমের আগে মুসলিম সম্প্রদায়েরও বিয়ের সংখ্যাও উল্লেখযোগ্য রকম বেশি ছিল। সব মিলিয়েই গত ৬ সপ্তাহে রেকর্ড সংখ্যক বিয়ে হয়েছে বাংলায়। 

Latest Videos

টাইমস অব ইন্ডিয়াকে বেদিকা আগরওয়াল এবং রাহুল আগরওয়াল জানিয়েছেন, তাদের ১ জুলাই বিয়ের তারিখ নির্ধারিত ছিল। সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল। ভেন্যুও বুক করা হয়ে গিয়েছিল। কিন্তু, কোভিড নিষেধাজ্ঞাগুলি কার্যকর হওয়ার কারণে তারা বিয়ে পিছিয়ে ১৫ জুলাই নতুন তারিখ স্থির করেছিলেন। তবে সেই অনুষ্ঠান হয়েছিল মাত্র ৫০ জন অতিথিকে নিয়ে। 

আরও পড়ুন - Afghanistan - ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার, বিশাল প্রাকৃতিক সম্পদের ভান্ডারের উপর বসে তালিবানরা, দেখুন

আরও পড়ুন - Afghanistan - সবথেকে বড় পরিবর্তন ফ্যাশনে, ২০ বছরে কতটা বদলেছে তালিবান, দেখুন ছবিতে ছবিতে

আরও পড়ুন - Afghanistan - তালিবানিস্তানে জারি প্রথম ফতোয়া, গোড়াতেই ছেঁটে ফেলা হল 'যত নষ্টের গোড়া'

অল বেঙ্গল ম্যারেজ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার মিত্র জানিয়েছেন, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকেই বিয়ের সংখ্যা বাড়ছিল। মাসের শেষের দিকে, বিয়ের চাপ েমন বাড়ে যে, পাত্র-পাত্রী তাদের বাডড়ির লোকজনকে েকের পর েক বিয়েবাড়িতে সন্ধান চালাতে হয়েছে, সেটি ফাকা আছে কিনা জানার জন্য। 

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News