Central Delegation: ১০০ দিনের কাজের খতিয়ান পর্যবেক্ষণে বাংলায় দিল্লির প্রতিনিধি দল

মানব উন্নয়ন সূচকের উন্নতিতে গ্রামীন১০০ দিনের কাজের খতিয়ান পর্যবেক্ষণে মুর্শিদাবাদে দিল্লির বিশেষ প্রতিনিধি দল। কোথাও কাজে অনিয়ম দেখলেই টিমের সদস্যরা কেন্দ্রে রিপোর্ট করেন।

মানব উন্নয়ন সূচকের (Human Development Index) উন্নতিতে গ্রামীন১০০ দিনের কাজের   (100 days work record) খতিয়ান পর্যবেক্ষণে মুর্শিদাবাদে (  Murshidabad) দিল্লির বিশেষ প্রতিনিধি দল ( Delhi Delegation)। মানব উন্নয়নের সূচকের ক্ষেত্রে গ্রামীণ এলাকায় মানুষের জীবনধারা ও কাজের যোগানের অঙ্গনি অঙ্গ  সম্পর্ক রয়েছে। আর সেক্ষেত্রে ইন্দো-বাংলা সীমান্তবর্তী বিপুল জনসংখ্যাযা নির্ভর মুর্শিদাবাদে রাজ্যে ১০০দিনের প্রকল্পের কাজের গতি প্রকৃতি খতিয়ে দেখতে শুক্রবার মুর্শিদাবাদে আসেন ৬ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল (Central delegation)। 

Latest Videos

আরও পড়ুন, Mainul Haque: অভিষেকের 'হাত' ধরেই তৃণমূলে যোগ দিলেন মইনুল হক

দিল্লির ওই দলটি কয়েকদিন ধরে সরেজমিনে জেলার বিভিন্ন প্রান্ত ঘুরে ১০০ দিনের কাজ পরিদর্শন করবে বলেই এদিন প্রতিনিধি দলের তরফে জানানো হয় সংবাদমাধ্যমকে। শুরুতেই এদিন মুর্শিদাবাদের প্রত্যন্ত নওদা, খরগাম, ভরতপুর সহ আরও বেশ কয়েকটি এলাকায় প্রতিনিধি দলের সদস্যরা যান। কাজের বিস্তারিত তথ্য তাঁরা জোগাড় করেন। সরেজমিনে কাজ পরিদর্শন করা কালীন ওই প্রতিনিধি দলের সঙ্গে থাকা ডিপিএলও অমূল্যচন্দ্র সরকার বলেন,'প্রথম দফায় কাজ দেখে আমরা সন্তুষ্ট। বাকিটা রিপোর্টে জানানো হবে।' প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, কেন্দ্রীয় ওই টিমটি রাজ্যের নির্দিষ্ট কয়েকটি ব্লককে বেছে নিয়ে পরিদর্শনে যাচ্ছে। কোথায় কী ধরনের স্থায়ী সম্পদ তৈরি হয়েছে, তা তাঁরা খতিয়ে দেখছেন। কোথাও কাজে অনিয়ম দেখলেই টিমের সদস্যরা কেন্দ্রে রিপোর্ট করেন। তা নিয়ে তদন্তও হয়। দু'বছর আগে মুর্শিদাবাদ জেলাই বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে তাঁরা সংশয় প্রকাশ করেছিলেন। কেন নির্দিষ্ট কয়েকটি নার্সারি থেকে গাছের চারা কেনা হয়েছিল, তা নিয়ে তাঁরা প্রশ্ন তুলেছিলেন। কিন্তু এবার জেলা প্রশাসনের আধিকারিকদের তেমন প্রশ্নের মুখে পড়তে হয়নি।

"

আরও পড়ুন, 'মৃত মানুষকে নিয়ে নাটক করছে BJP', ভবানীপুরে প্রচারে এসে বিস্ফোরক ফিরহাদ

অপরদিকে, রাজ্য সরকারও (WB Government) ১০০দিনের প্রকল্পে স্বচ্ছতা রাখার দিকে জোর দিয়েছে। প্রয়োজনে আধিকারিকদের কাজ দেখার জন্য মাঠে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। আরও বেশি করে স্থায়ী সম্পদ তৈরির দিকে জোর দিতে বলা হয়েছে। তাতে কর্মসংস্থানের সুযোগ ঘটবে। প্রয়োজনে একাধিক দপ্তর একসঙ্গে কাজ করতে পারবে। মুর্শিদাবাদ জেলায় হাঁস বা মুরগি পালন বাড়ানোর টার্গেট নিয়েছে রাজ্য সরকার। প্রাণিসম্পদ দপ্তর হাঁস, মুরগির বাচ্চা সরবরাহ করবে। ১০০দিনের প্রকল্পে খামার তৈরি করে দেওয়া হবে। এই ধরনের কাজ করা হলে শ্রম দিবসের পাশাপাশি গ্রামীণ এলাকার বাসিন্দাদের আয় বাড়বে। তাই এই ধরনের প্রকল্পে জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামীণ এলাকায় ইকো ট্যুরিজম পার্ক বা বিভিন্ন ধরনের উদ্যান তৈরি করার দিকেও জোর দিতে বলা হয়েছে।

   আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা  

 

Share this article
click me!

Latest Videos

ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
অশোকনগরে ট্রেন অবরোধে তুলকালাম! কেন এই পরিস্থিতি হল? দেখুন | Ashoknagar News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today
‘মুখ্যমন্ত্রী গরীবদের আশ্বাস নিয়ে সেটা লুঠ করছেন’ ট্যাব দুর্নীতিতে মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News