তারাপীঠে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত তান্ত্রিককে গ্রেফতার করল পুলিশ

  • তন্ত্র সাধনায় মিটবে পারিবারিক সমস্য়া মেটানোর আশ্বাস তান্ত্রিকের
  • তারাপীঠে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ
  • যজ্ঞ করার নামে মহিলার টাকা আত্মসাৎ করার অভিযোগ
  • মহিলার অভিযোগে গ্রেফতার গ্রেফতার তান্ত্রিক 
     

তন্ত্র সাধনায় পারিবারিক সমস্য়া মেটানোর আশ্বাস। মহিলাকে তারাপীঠে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক তান্ত্রিকের বিরুদ্ধে। তারাপীঠে মহিলাকে নিজের ঘরে নিয়ে গিয়ে মদ্য়পানের পর বেহুঁশ করে তাঁর পাশবিক অত্য়াচার চালায় বলে অভিযোগ। ঘটনার পর মহিলাকে ব্ল্য়াকমেল করে টাকা আত্মসাত্ করে বলেও অভিযোগ। অবশেষে মঙ্গলবার উত্তর ২৪ পরগনার মছলন্দপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন নির্যাতিত মহিলা। ধর্ষণ ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত তান্ত্রিককে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন-ডাইনি অপবাদে মহিলার উপর ওঝার অত্য়াচার, কালনায় ঝাড়ফুঁকে অসুস্থ মহিলা হাসপাতালে ভর্তি

Latest Videos

নির্যাতিতার দাবি, অভিযুক্ত তান্ত্রিক তাঁদের পরিবারের পূর্ব পরিচিত। মাস কয়েক আগে সুমন হরি নামে বছর চল্লিশের ওই তান্ত্রিকের সঙ্গে তাঁর পরিচয় হয়।  ওই তান্ত্রিক মহিলাকে জানায়, তাঁর স্বামীর অন্যত্র বিবাহ বর্হিভূত সম্পর্ক রয়েছে। তন্ত্র সাধনায় পারিবারিক এই সমস্য়া দূর করতে দিতে পারবে সে। সে জন্য় তাঁকে তারাপীঠে গিয়ে তাঁর সঙ্গে তন্ত্র সাধনা করতে হবে। শুধু তাই নয়, মহিলাকে তারাপীঠে একাই যেতে বলেছিল ওই তান্ত্রিক। সেখানে যাওয়ার পর নিজের ঘরে মদ্যপান করিয়ে মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ।

আরও পড়ুন-শান্তিকেতন পৌষমেলার পাঁচিল ঘেরা নিয়ে অশান্তি, নিরাপত্তার কারণে আপাতত বন্ধ বিশ্বভারতী, সমালোচনায় সরব

মহিলার আরও অভিযোগ, ধর্ষণের সবাই জানিয়ে দেওয়ারও হুমকি দিয়েছিল সুমন হরি নামে ওই তান্ত্রিক। তন্ত্র সাধনার নামে তাঁর কাছ থেকে ১৫ হাজার টাকা আত্মসাত্ করেছিল বলেও দাবি নির্যাতিতার। পাশাপাশি, তাঁর স্বামীকে সব কথা জানানোরও হুমকি দিয়েছিল ওই তান্ত্রিক।

বারবার তান্ত্রিকের হুমকির যন্ত্রণা থেকে মুক্তি পেতে পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। মছলন্দপুর থানায় সুমন হরি নামে ওই তান্ত্রিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে অভিযুক্ত তান্ত্রিককে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন-গায়ের রঙ কালো, গৃহবধূকে খুনের অভিযোগ কুলতলিতে

পুলিশ সূত্রে খবর, ধৃত তান্ত্রিক সুমন হরি মছলন্দপুর শিমুলপুরের বাসিন্দা। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার মামলা দায়ের করে পুলিশ। মঙ্গলবার ধৃতকে বারাসত আদালতে তোলা হয়।


 

Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News