ভেসে আসছে হাড় হিম করা গর্জন, তবুও বাগে এল না বাঘ

-সুন্দরবনের কুলতলি গ্রামের মেরিগঞ্জ-২ অঞ্চেলের শেখপাড়ার বাসিন্দারের এখন ত্রাস রয়্যাল বেঙ্গল টাইগার। সোমবার জুড়ে বন দফতরের বাঘবন্দীর প্রচেষ্টা ব্যর্থ হয়।

সুন্দরবন(sundarbon) এলাকায় বাঘ দেখতে ভিড় জমায় পর্যটকরা। এদিকে সেই রয়্যাল বেঙ্গল টাইগারই(Royal Bengal tiger) দিনভর একেবারে নাস্তানাবুদ করে ছাড়ল সুন্দরবন এলাকার কুলতলি গ্রামের বাসিন্দারা। বাঘের পায়ের ছাপ বা গর্জন শুনতে যেখানে ভিড় জমায় পর্যটকরা, সেই হাড় হিম করা গর্জনই হয়ে উঠেছিল সুন্দরবনের কুলতলি গ্রামের মেরিগঞ্জ-২ অঞ্চেলের শেখপাড়ার বাসিন্দারের ত্রাস। রয়্যাল বেঙ্গল টাইগরের ভয়ঙ্কর গর্জনে তার উপস্থিতি প্রমান পাওয়া গেলেও দিনভর ফাঁদ পেতেও বাঘবন্দী করতে একপ্রকার ব্যর্থই হয়েছেন বন দফতরের কর্মীরা(Forest Department)। সারাদিন বাঘের গর্জনে শুধু শিউরে উঠেছে এলাকাবাসী।  গোটা সোমবার জুড়ে বন দফতরের বাঘবন্দীর প্রচেষ্টা ব্যর্থ হয়। বাজি পটাকা ফাটানোর আওয়াজ থেকে শুরু করে দমকলের মাধ্যমে বড় পাইপ দিয়ে জল পর্যন্ত ছিটানো হয় গোটা জঙ্গলে। শত প্রচেষ্টার পরও কিন্তু বাঘের দেখা মিলল না। বাঘকে(tiger) খাঁচাবন্দী করা তো দূরের কথা, বাঘের দেখা পাওয়ার জন্য বিশেষ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা পর্যন্ত লাগানো হয়েছে জঙ্গলে। ড্রোনের সাহায্যে বাঘের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। কিন্তু কোনওভাবেই তাকে নিজের জায়গা থেকে টলানো সম্ভবই হচ্ছে না। 

সুন্দরবনের কুলতলি এলাকাতে ঢুকে পড়া বাঘকে ধরতে শুধু জঙ্গলেই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এমনটা নয়, জাল ফেলা হয়েছে নদীতেও। রাতে সেই জালের আশেপাশে সার্চ লাইট দিয়ে নজরদারি চলছে। এই পরিস্থিতিতে ক্ষণিকের জন্য বাঘবন্দী অভিযান বিরত রাখা হতে পারে বলে জানানো হয়েছে বনদফতরের তরফে। তাদের মতে, বাঘটি সম্ভবত পুরুষ। একটানা বেশ কয়েকদিন বাঘটি অভুক্ত অবস্থায় রয়েছে।  তবে রবিবার কুলতলি গ্রামের শেখপাড়ায় বাঘটি ঢোকার পর তার অবস্থান নির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়। গোটা এলাকা ৩ টি স্তরে ঘিরে ফেলা হয়েছে। এমনকি ছাগলের টোপ দিয়েও বাঘকে বাগে আনার চেষ্টা করা হয়েছে। কিন্তু সবই যেন বৃথা চেষ্টা। সোমবার দিনভর ঘুম পাড়ানি বন্দুক নিয়ে টহল দিয়েছে বনকর্মীরা। তাঁদের সেই প্রচেষ্টাকেও বুড়ো আঙুল দেখিয়ে এখনও অধরা কুলতলি গ্রামে ঢুকে পড়া সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার।

Latest Videos

আরও পড়ুন-Tiger in Buxa: ঘুরছে রয়্যাল বেঙ্গল টাইগার, ২৩ বছর পরে বন দপ্তরের ক্যামেরায় ধরা পড়ল জলজ্যান্ত বাঘের ছবি

আরও পড়ুন-Royal Bengal Tiger in Sunderban: সুন্দরবনে বাঘের সংখ্যা জানতে শুরু ক্যামেরা ট্রাপিং

আরও পড়ুন-Royal Bengal Tiger: ৫ দিন পরও অধরা, ঘুম পাড়ানি গুলি করে বাঘ ধরার প্রস্তুতি শুরু কুলতলিতে

এখন দেখা যাক সুন্দরবনের কুলতলি এলাকার মেরিগঞ্জ-২ অঞ্চেলের শেখপাড়ার বাসিন্দারা কবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। আর বন দফতরের কর্মীদের যেভাবে নাকে দড়ি দিয়ে নাস্তানাবুদ করছে, তাতে এই বাঘকে ধরতে যে আরও অনেক কসরতের বাকি রয়েছে সে কথা কিন্তু মোটেই বলার অপেক্ষা রাখছে না। এখন শুধু সময়ের অপেক্ষা। 


 

Share this article
click me!

Latest Videos

লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik