মাঝে মধ্যেই আবহাওয়ার বদল চোখে পড়ছে। কখনও কনকনে ঠাণ্ডায় কাঁপছে বাংলা, কখনও আবার পৌষ মাঘেই ঘাম ছুটছে সকলের। তবে শেষ বেলায় এসে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ল, ক্রমেই কমতে থাকে তাপমাত্রার পারদ। কলকাতাসহ দুই বঙ্গেই গত ২৪ ঘণ্টায় নেমেছে তাপমাত্রার পারদ। মঙ্গলবার সকালে কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় নেমে আসে ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে। দিনভর বইবে উত্তুরে হাওয়া।
আরও পড়ুন- Bengal Election Live 2021- রাত পোহালেই রায়গঞ্জে জনসভা মমতার
উত্তুরে হাওয়ার দাপটেই কমছে তারমাত্রার পারদ। কলকাতার তাপমাত্রা নামল স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নিচে। পাশাপাশি বিভিন্ন জেলাতেও তাপমাত্রার পারদ নেমেছে। সকাল থেকেই বেশ কিছু জেলায় ছিল কুয়াশাচ্ছন্ন আকাশ। বেলায় রোদ বাড়বে। তবে হাওয়ার দাপটে ঠাণ্ডা খুব একটা কমবে না। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাস্পের পরিমাণ ৯৮ শতাংশ।
আরও পড়ুন- পুলিশের পর প্রশাসনিক পর্যায়েও বড়সড় রদবদল, একাধিক অফিসারকে বদল করল নবান্ন
বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়াসহ আরও কিছু জেলায় একই ভাবে বাড়হবে ঠাণ্ডা। সপ্তাহের শেষে এই ঠাণ্ডা কমার সম্ভাবনা। তবে এখনও রাজ্য থেকে শীত বিদায় নয়, এমনটাই জানানো হচ্ছে আবহাওয়া দফতর থেকে। পাশাপাশি উত্তরবঙ্গে বেড়েছে ঠাণ্ডা। বরফ পড়ার ফলে বেশ কিছু এলাকায় তাপমাত্রা মাইনাসে নেমেছে। বন্ধ রয়েছে পাহাড়ের একাধিক রাস্তাও। আগামী ২৪ ঘণ্টায় একইভাবে ঠাণ্ডা বজায় থাকবে রাজ্যে।