সংক্ষিপ্ত

  • রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল
  • পুলিশের পর প্রশাসনিক পদে রদবদল
  • গুরুত্বপূর্ণ পদ থেকে সরানো হয়েছে
  • ভোটের আগে বড়সড় বদল আনল নবান্ন

একুশের বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক স্তরে বড়সড় বদল আনল নবান্ন। ভোট ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। রাজ্য প্রশাসন নির্বাচন কমিশনের আওতাভুক্ত হওয়ার আগেই রদবদল করল রাজ্য সরকার। জেলা ও কলকাতা সহ বিভিনন্ন গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে।

আরও পড়ুন-জোড়াবাগানে নাবালিকা খুনে চাঞ্চল্যকর তথ্য পুলিশ, নেপথ্যে দারোয়ান নয়, অন্য কেউ


নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, খাদ্য দফতরের কনজিউমার্স গুডসের ডিরেক্টর, ডি ললতিলক্ষ্মীকে করা হল টেকনিক্যাল এডুকেশনের সেক্রেটারি। ওই পদে স্থানান্তরিত হলেন ক্রেচা সুরক্ষা দফতরের সানা আখতার। খাদ্য ও খাদ্য বন্টন দফতরের কমিশনার মিতালী বন্দ্যোপাধ্য়ায়কে ক্রেতা সুরক্ষা দফতরের কমিশনার করা হয়েছে। পাশাপাশি, দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক নিখিল নির্মল হয়েছেন ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের সেক্রেটারি। 

আরও পড়ুন-'I will be back', বিধানসভায় বাজেট অধিবেশন শেষে বললেন মুখ্যমন্ত্রী

অন্যদিকে খাতরার এসডিও, রবি রঞ্জন হয়েছেন খাদ্য দফতরের যুগ্মসচিব। সম্প্রতি, রাজ্য পুলিশের একাধিক পদে পরিবর্তন করেছে রাজ্য সরকার। অনুজ শর্মার পরিবর্তে কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন, সৌমেন মিত্র। রাজ্য পুলিশের এডিজি-আইন-শৃঙ্খলা পদে আনা হয়েছে যুগ্মসচিবকে। অন্যদিকে, অনুজ শর্মা পেয়েছেন সিআইডি বিভাগের দায়িত্ব।