বাগটুইকাণ্ডে মামলা দায়ের করল সিবিআই, রাতেই তদন্তকারীরা যাচ্ছেন রামপুরহাটে

সূত্রের খবর সিবিআই-এর নির্দেশ পাওয়ার পরেই সিজিও কমপ্লেক্সে একটি বৈঠকে বসে সিবিআই-এর বিশেষ তদন্তকারী দল।

বীরভূমের (Birbhum) রামপুরহাটের (Rampurhat) বাগটুইয়ের (Bagtui)ঘটনায় তদন্ত শুরু করে দিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা (CBI)। শুক্রবারই কলকাতা হাইকোর্ট (Calcutta High court) রাজ্য সরকারের গঠন করা সিটকে তদন্ত থেকে সরিয়ে দেয়। তদন্তের ভার দেয় সিবিআইকে। তারপরই বীরভূমের বাগটুই গ্রামের আট জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করেছে সিবিআই। এদিন রাতেই সিবিআই-এর একটি দল বীরভূমের উদ্দেশ্যে রওনা দেবে বলেও সূত্রের খবর। 

সূত্রের খবর সিবিআই-এর নির্দেশ পাওয়ার পরেই সিজিও কমপ্লেক্সে একটি বৈঠকে বসে সিবিআই-এর বিশেষ তদন্তকারী দল। বৈঠকে উপস্থিত থিলেন ডিআইজি পদমর্যাদার এক আধিকারিক। কোন পথে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে তারও নীলনকসা তৈরির প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।  

Latest Videos

সূত্রের খবর হাইকোর্টের নির্দেশের কপি হাতে পাওয়ার পরই রাজ্যের বিশের তদন্তকারী দলের সঙ্গে যোগাযোগ করে সিবিআই। বুগটুই-কাণ্ডে যে এফআইআর করেছিল সিট সেটিরও কপি চাওয়া হয়। সিবাআই সূত্রের খবর তদন্তকারী দলের শীর্ষ থাকছেন জয়েন্ট ডিরেক্টর পরমর্যাদার এক অফিসার। এছাড়াই ১০ জনের একটি দল বাগটুইয়ের ঘটনার তদন্ত করবে। 

চলতি সপ্তাহের মঙ্গলবার বাগটুইয়ে গ্রামে ৮ জনকে ঘরে আটকে রেখে পুড়িয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। তার আগেই স্থানীয় তৃণমূল নেতা ভাদু শেখকেও হত্যা করা হয়। দুটি ঘটনার যোগ রয়েছে বলেও অভিযোগ উঠেছে। মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে যথেষ্ট জল ঘোলা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও আগের দিনই বীরভূমে গিয়েছিল বাম ও বিজেপির দুুটি প্রতিনিধি দল। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন রাজ্য যেন দোষীদের ক্ষমা না করেন। পাশাপাশি নিহতের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই ঘটনার রিপোর্ট তলব করেছে রাজ্যের কাছ থেকে।  স্থানীয়দের অভিযোগ এলাকায় একচ্ছত্র আধিপত্য চালান স্থানীয় তৃণমূল নেতা ভাদু শেখ। তার প্রধান প্রতিপক্ষ আনারুল। যদিও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশের পরই তাকে গ্রেফতার করা হয়েছে। এইঘটনায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে ছায়া দেখতে পাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। 

লাদাখে শান্তি ফেরাতে প্রয়োজনে চিনে যাবেন ডোভাল, চিনা বিদেশমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ

আপনি কি ভূত দেখতে চান, তাহলে অবশ্যই যেতে পারেন দেশের এই ৭টি জায়গায়

বিয়ের পরে ভালো থাকতে চান নিশ্চয়, তাহলে আগেই এগুলি করে ফেলতে হবে
 

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury