বিজেপির নবান্ন অভিযান তেমন জমেনি, মেদিনীপুরে গিয়ে মন্তব্য মমতার

বিজেপির নবান্ন অভিযানকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুর সফরে জেলার নেতাদের সঙ্গে বৈঠকে এমনটাই তিনি বলেছেন বলে জানিয়েছেন,  মেদিনীপুর বিধায়ক অজিত মাইতি।

বিজেপির নবান্ন অভিযানকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুর সফরে জেলার নেতাদের সঙ্গে বৈঠকে এমনটাই তিনি বলেছেন বলে জানিয়েছেন,  মেদিনীপুর বিধায়ক অজিত মাইতি। দলীয় নেতাদের দাবি, বৈঠকেই মমতা নাকি বলেছেন, 'বিজেপির বেলুন ফুস হয়ে গেল। বিজেপির নবান্ন অভিযানে লোক হয়নি।'

এদিন দলীয় সভার পর স্থানীয় তৃণমূল নেতা অজিত মাইতি জানিয়েছেন বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, বিজেপি নবান্ন অভিযান যতটা জমবে বলে আশা করেছিল ততটা জমেনি। বৈঠকে তেমন লোক হয়নি বলেও জানিয়েছেন তিনি। মমতা দলীয় নেতাদের পরামর্শ দিয়েছেন বিজেপিপর নবান্ন অভিযান নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। দলীয় নেতৃত্বকে নিজেদের কাজ নিয়ে বেশি সচেতন থাকতেও নির্দেশ দিয়েছেন। পশ্চিম মেদিনীপুরের স্থানীয় নেতাদের দাবি, তাদের জেলা থেকে তেমন কোনও গুরুত্বপূর্ণ নেতা নবান্ন অভিযানে যোগদান করেননি। 

Latest Videos

দলীয় নেতাদের বৈঠকে মমতা বলেছেন, শুধুমাত্র বিজেপির মত চ্যানেল করলে বা হাঁকডাক করলেই হবে না। তৃণমূল নেতাদের মাঠে নেমে কাজ করার পরামর্শ দিয়েছেন। বলেছেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ বাড়াতে। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর পঞ্চায়েত ভোট নিয়েও এদিন আলোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক জোট হয়ে কাজ করার পরামর্শও দেন তিনি। 

খড়গপুরের বিদ্যাসাগর ইন্ড্রাস্ট্রিয়াল পার্কে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সাংসদরা। তাদের উপস্থিতিতেই তিনি বিজেপির নবান্ন অভিযান নিয়ে নাকি কটাক্ষ করেন। যাইহোক রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান ছিল। সোমবার রাত থেকেই বিজেপি নেতা কর্মীদের মধ্যে উন্মাদনা ছিল। রাত থেকেই হাওড়াস্টেশনে আসতে শুরু করেন দলীয় নেতা কর্মীরা। তবে নবান্ন জুড়ে ছিল কড়া নিরাপত্তা। বন্ধ করে দেওয়া হয়েছিল যানচলাচলও।  

 

বিজেপির নবান্ন অভিযান। প্রবল বৃষ্টি আর প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই আসতে জমায়েত শুরু করেছেন বিজেপি নেতা কর্মীরা।  পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রের খবর নিরাপত্তা ব্যবস্থার নজরদারীতে রয়েছেন বিশেষ কমিশনার দময়ন্তী সেন। শহরজুড়ে রয়েছে কড়া নিরাপত্তা। বিজেপির নবান্ন অভিযানের নেতৃত্বে থাকবেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার গেরুয়া শিবিরের দায়িত্ব নেওয়ার পর এটাই সবথেকে বড় কর্মসূচি বিজেপির। অন্যদিকে বিজেপির নবান্ন অভিযান ঘিরে এদিন রাস্তায় যানজটের তীব্র আশঙ্কা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেশ কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে।  তার জন্য কলকাতা পুলিশ বিকল্প রাস্তার পরামর্শ দিয়েছে। হাওড়া ব্রিজ ও দ্বিতীয় হুগলি সেতু এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ। 

৯ বার যৌন সম্পর্কের পরেও বিয়েতে নারাজ প্রেমিক, স্ত্রীর মর্যাদা পেতে ধর্নায় প্রেমিকা

জল কামান-কাঁদানে গ্যাসে অসুস্থ বিজেপি কর্মীরা, ২টো ৪০-এ নবান্ন অভিযান শেষ বলে জানালেন দিলীপ ঘোষ

বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার, পুলিশের গাড়িতে আগুন- দেখুন সেরা ১৫টি ছবি
 

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today