দু'দিন ধরে নিখোঁজ, তৃণমূলের প্রাক্তন ছাত্রনেতার দেহ মিলল গঙ্গায়

Published : Sep 15, 2020, 10:00 PM ISTUpdated : Sep 15, 2020, 10:04 PM IST
দু'দিন ধরে নিখোঁজ, তৃণমূলের প্রাক্তন ছাত্রনেতার দেহ মিলল গঙ্গায়

সংক্ষিপ্ত

দলের সঙ্গে তেমন যোগাযোগ ছিল না ইদানিং মানসিক অবসাদের শিকার হন প্রাক্তন ছাত্রনেতা নিখোঁজ থাকার পর দেহ মিলল গঙ্গায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির উত্তরপাড়ায়

উত্তম দত্ত, হুগলি: দলের সঙ্গে দূরত্ব বেড়ে গিয়েছিল ইদানিং। মানসিক অবসাদের জেরেই কি আত্মহত্যা করলেন? দু'দিন নিখোঁজ থাকার পর তৃণমূলের প্রাক্তন ছাত্রনেতার দেহ মিলল গঙ্গার খাড়িতে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির উত্তরপাড়ায়।

আরও পড়ুন: রেহাই নেই পুলিশকর্তাদেরও, প্রতারকদের নিশানায় এবার মালদহের পুলিশ সুপার

জানা গিয়েছে, মৃতের নাম অয়ন পাল। বাড়ি, উত্তরপাড়ার মাখলা এলাকায়। একসময়ে তৃণমূল ছাত্র পরিষদ নেতা হিসেবে পরিচিত ছিলেন এলাকায়। কিন্তু গত তিনমাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন অয়ন। বিহ্যাব সেন্টারেও ভর্তি করা হয়েছিল তাঁকে। কিন্তু স্বাভাবিক জীবনে আর ফিরতে পারেননি শাসকদলের ওই ছাত্রনেতা। উল্টে সোশ্যাল মিডিয়া দল বিরোধী বেশ কয়েকটি পোস্ট করেন অয়ন। গত রবিবার আচমকাই উধাও হয়ে যান অয়ন। দু'দিন ধরে খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান মেলেনি। 

আরও পড়ুুন: করোনা আতঙ্কের মাঝে জেলা সফর, দু'দিনের কর্মসূচিতে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন:ছেলের বিয়ের পরেই সংসারে 'অশান্তি', একই দড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা দম্পতির

মঙ্গলবার সকালে উত্তরপাড়া মাখলা এলাকা ইঁটভাটা লাগোয়া গঙ্গার খাড়িতে অয়ন পালের দেহ ভেসে ওঠে। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, মানসিক অবসাদের জেরে খাড়িতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা।

PREV
click me!

Recommended Stories

Mamata Banerjee: ‘তৃণমূল বিজেপির কাছে মাথা নত করে না!’ কোচবিহারে রণহুংকার মমতার
BJP News: নিউটাউনে তৃণমূলের বাড়ল অস্বস্তি! গেরুয়া শিবিরে দুই নেতা-কর্মীর যোগদান