নৈহাটিতে তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমাবাজি, অল্পের জন্য রক্ষা

বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ উত্তর ২৪ পরগনার নৈহাটি বিধানসভার অন্তর্গত তৃণমূল ব্লক-১-এর নেতা রানা দাশগুপ্ত গাড়ি করে বাড়ি ফিরছিলেন। সেই সময় তিনি ও তাঁর গাড়ির চালক কিছুক্ষণের জন্য নেমেছিলেন। ঠিক সেই সময় তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। 

২৭ ফেব্রুয়ারি ১০৩টি পুরসভায় নির্বাচন (WB Municipal Election 2022) রয়েছে। আর তার আগেই উত্তেজনা ছড়াল নৈহাটিতে (Naihati)। শিবদাসপুরে তৃণমূল নেতাকে (TMC Leader) লক্ষ্য করে গুলি (Shootout) চালানোর অভিযোগ উঠেছে। এমনকী, বোমাও (Bombing) ছোড়া হয় বলে অভিযোগ। যদিও কোনও রকমে পালিয়ে প্রাণে বাঁচেন ওই নেতা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বীজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় তৃণমূল কর্মীরাও (TMC Worker)। এই ঘটনার প্রতিবাদে কল্যাণী এক্সপ্রেসওয়ে উপর হালিশহর পাঁচ মাথার মোড় বেশ কিছুক্ষণ অবরোধ (Agitation) করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। এরপর বিজপুর থানার পুলিশ (Bijpur Police Station) ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে দেয়। 

ঠিক কী ঘটেছিল? 
বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) নৈহাটি বিধানসভার অন্তর্গত তৃণমূল ব্লক-১-এর নেতা রানা দাশগুপ্ত গাড়ি করে বাড়ি ফিরছিলেন। সেই সময় তিনি ও তাঁর গাড়ির চালক কিছুক্ষণের জন্য নেমেছিলেন। ঠিক সেই সময় তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা (Miscreants)। ঘটনাটি ঘটেছে নৈহাটির শিবদাসপুর গ্রাম পঞ্চায়েত পেপার মিলের সামনে। অভিযোগ, গুলি চালানোর পাশাপাশি বোমাও ছোড়া হয় বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতা। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। গুলি লক্ষভ্রষ্ট হয়ে গাড়ির কাচ ফুটো হয়ে বেরিয়ে যায়। 

Latest Videos

আরও পড়ুন- ডাকাতির টাকায় প্রেমিকাকে আইফোন, হবু শাশুড়িকে ফ্লাট - বেলিসিয়াস রোডের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন- বাংলা ভাগের দাবি উঠল কেন্দ্রীয় মন্ত্রী নিশীথের সামনে, বিতর্কের মুখে বিজেপি বিধায়ক

এরপরই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বীজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক। এমনকী, রানা দাশগুপ্তের উপর হামলার খবর পেয়েই সেখানে পৌঁছান স্থানীয় তৃণমূল কর্মীরা। এরপরই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার প্রতিবাদে কল্যাণী এক্সপ্রেসওয়ে উপর হালিশহর পাঁচ মাথার মোড় বেশ কিছুক্ষণ অবরোধ করে তৃণমূল। তারপর ঘটনাস্থলে বিজপুর থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। ঘটনাস্থলে গিয়েছিলেন বীজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক জয়প্রকাশ পান্ডে এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার তুষার কান্তি পাঠক।

আরও পড়ুন- পুরভোটে টিকিট না পেয়ে 'বেসুরো', পশ্চিম মেদিনীপুরে ২০ জনকে বহিষ্কার তৃণমূলের

রানা দাশগুপ্তের বক্তব্য

এই ঘটনা প্রসঙ্গে রানা বলেন, "পলাশী মাঝিপুর থেকে ফেরার পথে বাথরুম করতে গাড়ি থেকে নেমেছিলাম। সে সময় হঠাৎ করে একটা আওয়াজ হয়, তারপরই তীব্র শব্দে ফাটে বোমা। এরপর সঙ্গে সঙ্গে গাড়িতে গিয়ে উঠে পড়ি। বুঝতে পারি যে আমার উপর হামলা চালানো হয়েছে। গাড়িতে ওঠার পর আরও একটি বোমা ফাটে। তারপর কোনওরকমে গাড়ি নিয়ে ওই এলাকা থেকে পালিয়ে যাই। পরে পুলিশকে খবর দিই। খবর পেয়ে আমার দলের নেতাকর্মীরাও ছুটে আসে।" 

Share this article
click me!

Latest Videos

শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari