জমি নিয়ে বিবাদের জের,কাকাকে গুলি করে খুন করলো ভাইপো

Published : Nov 30, 2019, 12:54 PM ISTUpdated : Nov 30, 2019, 01:50 PM IST
জমি নিয়ে বিবাদের জের,কাকাকে  গুলি করে খুন করলো ভাইপো

সংক্ষিপ্ত

জমি নিয়ে বিবাদের জেরে কাকাকে গুলি করে খুন করলো ভাইপো  শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে  ঘটনায় মূল অভিযুক্ত ভাইপো বাদল হালদার পলাতক কীভাবে হল খুন ভেবে অবাক পড়শিরা 

জমি নিয়ে বিবাদের জেরে কাকাকে গুলি করে খুন করলো ভাইপো। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার অন্তর্গত জালাবেরিয়া ২ গ্রাম পঞ্চায়েতের ৩৬ নং মন্ডলের লাট এলাকায়। নিহতের নাম হরিপদ হালদার(৪০)। ঘটনায় মূল অভিযুক্ত ভাইপো বাদল হালদার পলাতক। 

পশ্চিমি ঝঞ্ঝা কাটলেই ডিসেম্বরে ফিরবে শীত, জানালেন আবহাওয়া বিশেষজ্ঞরা

স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে হরিপদর সাথে তার দাদা লখিন্দরের ঝামেলা হচ্ছিল। এ নিয়ে থানায় অভিযোগও করেন হরিপদ। বিষয়টির নিষ্পত্তির জন্য এদিন থানায় দুপক্ষের বসার কথাও ছিল। সেই কারণে হরিপদ এদিন বাড়ি থেকে বেরিয়ে থানার উদ্দেশ্যে যাচ্ছিলেন। অভিযোগ,ঠিক সেই সময় তার ভাইপো কাকার ওপর চড়াও হয়। লাঠি দিয়ে মারধরের পর পিঠে বন্দুক ঠেকিয়ে গুলি করে। 

মোহনপুরে বন্ধ তৃণমূলের কার্যালয় খুলতেই তাণ্ডব, কাঠগড়ায় বিজেপি

গুরুতর জখম অবস্থায় হরিপদকে উদ্ধার করে প্রথমে জামতলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। সেখানে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় হরিবপ হালদারের। স্থানীয় বাসিন্দারা জানান, অনেক দিন ধরেই জমি নিয়ে দুই পরিবারের মধ্য়ে বিবাদ। সেই থেকেই এই চরম বিপত্তি ঘনিযে এসেছে। 

চাপে অর্জুন,৬ ডিসেম্বর ভাটপাড়া পুরসভায় অনাস্থা আনছে তৃণমূল

PREV
click me!

Recommended Stories

২০ই ডিসেম্বর নদিয়ায় মোদীর জনসভা, সভাস্থল ঘুরে দেখলেন শমীক ভট্টাচার্য
Suvendu Adhikari: ‘কী করে ঠ্যালা আর গুঁতো দিতে হয় বিজেপি জানে!’ মমতাকে সাফ হুঁশিয়ারি শুভেন্দুর