আরও সম্পত্তি সুকন্যা মণ্ডলের নামে, অনুব্রত-কন্যার বহু জমিজমার হদিশ পেল সিবিআই

সরকারি চাকরি করার পাশাপাশি বিভিন্ন ব্যবসাও রয়েছে সুকন্যার। কাশীপুর বাইপাস সংলগ্ন এলাকায় ৩টি প্লট থাকতে পারে সুকন্যা মণ্ডলের নামে। ওই প্লটগুলির ওপর নজর রয়েছে গোয়েন্দাদের। 

সিবিআইয়ের নজরে ফের গরু পাচারকাণ্ডে গ্রেফতার হওয়া বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের সম্পত্তি। গোয়েন্দা সূত্রে জানা গেছে, পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা সুকন্যা। কিন্তু, তাঁর নামে প্রচুর সম্পত্তির হদিস পেয়েছেন তাঁরা। সরকারি চাকরি করার পাশাপাশি বিভিন্ন ব্যবসাও রয়েছে সুকন্যার। এ বিষয়ে বেশ কিছু নথিপত্র এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। এবার সিবিআই কর্তারা জানতে পেরেছেন যে, বোলপুরের কাশীপুর বাইপাস সংলগ্ন এলাকায় ৩টি প্লট থাকতে পারে সুকন্যা মণ্ডলের নামে। ওই প্লটগুলির ওপর নজর রয়েছে গোয়েন্দাদের। সব মিলিয়ে নজরে রয়েছে কাশীপুরের ১০ বিঘা জমি।

কাশীপুর বাইপাসের উপরে রয়েছে পর পর ৩টি প্লট। সব মিলিয়ে জমিটির মোট আয়তন প্রায় ১০ বিঘা। ওই জমিটি চার দিক দিয়ে পাঁচিল দিয়ে ঘেরা। সামনে হলুদ রঙের লোহার গেটে ইংরেজি আদ্যক্ষরে লেখা ‘সিএম (মানা)’। অনুব্রত মণ্ডলের প্রয়াত স্ত্রীর নাম ছিল ছবি মণ্ডল। সন্দেহ হচ্ছে যে, তাঁর নামটিই কি সংক্ষেপে ‘সিএম’ লিখে রাখা হয়েছে? মানা শব্দটির অর্থই বা কী? এই সব প্রশ্ন নিয়ে রয়েছে ধোঁয়াশা। 

Latest Videos

সরকারি তথ্য অনুযায়ী, এই জমিগুলি রয়েছে এএনএম অ্যাগ্রো, নীড় ডেভেলপমেন্ট ইত্যাদি বিভিন্ন সংস্থার নামে। সিবিআই তদন্তে আগেই উঠে এসেছে, এই দুই সংস্থার নাম ও মালিকের নাম। জানা গেছিল, অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল ওই দুই সংস্থার ডিরেক্টর।

কিছু দিন আগে বোলপুরের একটি জমি রেজিস্ট্রি অফিসে হানা দিয়েছিল সিবিআই। সেখানে অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠদের যাবতীয় অস্থাবর সম্পত্তির তথ্য নেন তদন্তকারীরা। সেখান থেকেই তাঁরা এই ১০ বিঘা জমির খোঁজ পান বলে সূত্রের খবর।

অন্য দিকে, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘ দিন ধরেই তাঁরা শুনে আসছেন এই পাঁচিল ঘেরা জমিটির মালিক অনুব্রত মণ্ডল। তবে, বিএলআরও অফিস সূত্রে জানা গেছে, ওই জমিটি নথিভুক্ত রয়েছে ২টি সংস্থার নামে। স্থানীয়দের একাংশ দাবি করেছেন, ওই দুই কোম্পানির মালিকই সুকন্যা মণ্ডল। সূত্রের মারফৎ জানা গেছে, ওই জমির মালিকানার বিষয়ে এবার বিশদে তদন্ত করবে গোয়েন্দা সংস্থা সিবিআই।

আরও পড়ুন-
‘আমি বাড়িতেই আছি’ বোঝালেন মানিক, ‘এর পেছনে কী রহস্য!’ বুঝছেন না দিলীপ ঘোষ
শ্বাসকষ্ট অর্শ ছাড়াও অনুব্রতর মেডিক্যাল রিপোর্টে বিবিধ জটিল সমস্যা, ওজন ছাড়িয়েছে ১০০ কেজি!

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024