ইউক্রেন ফেরত পডুয়াদের সঙ্গে আলাপচারিতায় মমতা, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে হচ্ছে বিশেষ অনুষ্ঠান

Published : Mar 16, 2022, 03:18 AM IST
ইউক্রেন ফেরত পডুয়াদের সঙ্গে আলাপচারিতায় মমতা, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে হচ্ছে বিশেষ অনুষ্ঠান

সংক্ষিপ্ত

ইতিমধ্যেই ইউক্রেনে আটকে থাকা ২৩ হাজারের বেশি ভারতীয়কে দেশে ফিরিয়েছে কেন্দ্র সরকার। ঘরে ফিরেছে বাংলার পড়ুয়ারও।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে গোটা দেশের পাশাপাশি উদ্বেগ বেড়েছে বাংলাতেও। এদিকে যুদ্ধ শুরুর পরেই সেদেশে আটকে পড়েছিলেন প্রায় ২০ হাজারেরও বেশি ভারতীয়। এদিকে তারমধ্যে ছিলেন বাংলার ৩০০-র বেশি পড়ুয়া। এদিকে তাদের ঘরে ফেরাতে আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিতে দেখা যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে। এমনকি ইউক্রেনে আটকে থাকা রাজ্যের পড়ুয়াদের জন্য নবান্নে কন্ট্রোল রুমও খুলেছিলেন তিনি। আটকে পড়া পড়ুয়ারা দেশে ফিরলে, দিল্লি-মুম্বই থেকে রাজ্য সরকার নিজের খরচে তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করে রাজ্য সরকার।

 এদিকে এর আগে বারাণসীতে দেশে ফিরে আসা পড়ুয়াদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেও তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এদিকে গত কয়েক সপ্তাহের প্রচেষ্টায় অপারেশন গঙ্গার হাত ধরে ইতিমধ্যেই ইউক্রেনে আটকে থাকা ২৩ হাজারের বেশি ভারতীয়কে দেশে ফিরিয়েছে কেন্দ্র সরকার। ঘরে ফিরেছে বাংলার পড়ুয়ারও। এবার তাদের সঙ্গেই বুধবার দেখা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। বুধবার অর্থাৎ ১৬ মার্চ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পডুয়াদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তাঁর। নবান্ন সূত্রে খবর, সব জেলাশাসকদের মাধ্যমে ইতিমধ্যেই ইউক্রেন ফেরত পড়ুয়াদের ওই আলোচনা চক্রে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁদের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আসার জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। প্রতিটি জেলা থেকে ইউক্রেন ফেরত পড়ুয়াদের আলাপচারিতায় যোগ দেওয়ার আবেদন জানানো হয়েছে। জেলাশাসক মারফত নির্দেশ জেলাগুলিতে পড়ুয়াদের কাছে পাঠিয়েছে নবান্ন।

আরও পড়ুন- পানিহাটিতে তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুন, অকুস্থল পরিদর্শনে এলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার

আরও পড়ুন- অসম-বাংলা সীমান্তে ট্রাক থেকে উদ্ধার অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু, গ্রেফতার দুই পাচারকারী

আরও পড়ুন- বিএসএফ-র তৎপরতায় আটকাল পাচার, সীমান্তরক্ষী বাহিনীর হাত ধরেই বাংলাদেশে ফিরে গেল ২ যুবতী

এদিনের অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে কথা বলে তাঁদের মুখ থেকে জানবেন ইউক্রেনে তাঁদের অভিজ্ঞতার কথা। তাঁরা কী কী সমস্যায় পড়েছিলেন, কেন তাঁরা ইউক্রেনে পড়তে গিয়েছিলেন তা জানতে চাইবেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য, যুদ্ধ আবহে মাঝপথে পড়াশোনা ছেড়ে দেশে ফিরতে হওয়ায় সমস্যায় পড়তে হয়েছিল মেডিকেল পড়ুয়াদের। ন্যাশানাল মেডিক্যাল কমিশন অবশ্য জানিয়েছে, ফরেন মেডিক্যাল গ্র‍্যাজুয়েট পরীক্ষা পাশ করলেই এদেশে ইন্টার্নশিপ শেষ করতে পারবেন তাঁরা। তাতেই স্বস্তি ফিরেছে দেশে ফেরা পড়ুয়াদের মধ্যে। এমতাবস্থায় এবার মুখ্যমন্ত্রীর বৈঠকে সেই সমস্ত পড়ুয়াদের পাশে থাকার জন্য কোনও বিশেষ নির্দেশ আসে কিনা এখন সেটাও দেখার। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'এবার থেকে যেখানে যাবেন বন্দে মাতরম বাজান হবে' মমতাকে চরম বার্তা শুভেন্দুর
West Bengal SIR News: ভারতীয় বাবার ‘অচেনা বাংলাদেশি ছেলে’! SIR হতেই সব কাণ্ড ফাঁস