প্রশাসনিক সভা থেকে নয়া প্রকল্প ঘোষণা, বাঁকুড়া থেকে ভোট-বার্তা মুখ্যমন্ত্রীর

Published : Nov 23, 2020, 06:07 PM IST
প্রশাসনিক সভা থেকে নয়া প্রকল্প ঘোষণা, বাঁকুড়া থেকে ভোট-বার্তা মুখ্যমন্ত্রীর

সংক্ষিপ্ত

ভোটের মুখে বাঁকুড়া সফরে মুখ্য়মন্ত্রী প্রশাসনিক বৈঠক থেকে নয়া প্রকল্পও ঘোষণা করলেন তিনি কড়া হুঁশিয়ারি দিলেন বিজেপিকে দলের কর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুতির বার্তা   

বিধানসভা ভোটের মুখে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ায় সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান মঞ্চ থেকে নতুন প্রকল্পও ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের নাম 'দুয়ারে দুয়ারে সরকার'। মুখ্যমন্ত্রীর ঘোষণা, ডিসেম্বরের শুরু থেকেই সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবেন নির্বাচিত জনপ্রতিনিধি, এমনকী প্রশাসনিক কর্তারাও।

আরও পড়ুন: বীরসা মুন্ডার জন্মদিনে ছুটি থাকবে রাজ্যে, বাঁকুড়া সফরে গিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

চলতি মাসে গোড়াতে বাঁকুড়ায় গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। বস্তুত রাতারাতি সফরসূচি বদলে করে রবিবার রাতেই বাঁকুড়ায় পৌঁছন তিনি। সোমবার খাতড়া সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানে নিজেই তোলেন নির্বাচনের প্রসঙ্গ। বলেন, 'আগামী দিনেও আমাদের সরকার থাকবে। উন্নয়নমূলক কাজের ধারা অব্য়াহত থাকবে।' বিরোধীদের মুখ্যমন্ত্রী কটাক্ষ, 'নির্বাচনের সময় অনেকেই টাকা দিতে আসবে। এটা আপনাদেরই টাকা।  টাকা নেবেন অথচ তাদের ভোট দেবেন না।' এমনকী, আলু-পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রী চড়া দাম নিয়ে একহাত নিয়েছেন বিজেপিকে। 

আরও পড়ুন: বিধানসভা ভোটের আগে মিমে ভাঙন ধরিয়ে তৃণমূলকে অক্সিজেন, দুই মন্ত্রীর উপস্থিতিতে দল বদল

সবমিলিয়ে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী যে নির্বাচনের বার্তা দিলেন, তা বলাই যায়। ভোটের কথা স্মরণ করিয়ে যেমন দলের কর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিলেন, তেমনি কড়া হুঁশিয়ারি দিয়ে রাখলেন বিরোধীদেরও।

PREV
click me!

Recommended Stories

News Round UP: ফুটবল আইকনকে অপব্যবহারের অভিযোগ থেকে দিল্লিতেও মেসি ম্যাজিক, সারাদিনের খবর এক ক্লিকে
ছাড়বার পাত্র শুভেন্দু নন! মেসি কাণ্ডে বিরাট পদক্ষেপ নিলেন, নিজেই বললেন