Covid Update : বাংলায় আক্রান্তের সংখ্যা কমলেও মৃতের সংখ্যাতেই বাড়ছে ভয়, নতুন করে জোর টিকাকরণে

রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২,৬১৪ জন। অন্যদিকে এখনও পর্যন্ত মারণ ভাইরাসের কবলে পড়ে ২০ হাজার ৭২৩ জনের মৃত্যু হয়েছে। 

গোটা রাজ্যেই ধীরে ধীরে নামছে করোনা গ্রাফ। তাতেই ফিরছে স্বস্তি। ৩ ফেব্রুয়ারির করোনা বুলেটিন (Corona Bulletin of 3 February)বলছে বৃহস্পতিবার রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত (Corona infected in the state on Thursday) হয়েছেন ১,৯১৬ জন। সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ২০, ০২,১৬৯ জন।স্বাভাবিকভাবেই নিম্নমুখী পজিটিভিটি রেটও। সামান্য বাড়ল দৈনিক মৃতের সংখ্যা। প্রাণ হারিয়েছেন, ৩৬ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২,৬১৪ জন। অন্যদিকে এখনও পর্যন্ত মারণ ভাইরাসের কবলে পড়ে ২০ হাজার ৭২৩ জনের মৃত্যু হয়েছে। তার জেরে খানিকটা হলেও বেড়ে উদ্বেগ। 

এদিকে গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৬৮১টি নমুনা পরীক্ষা হয়েছে গোটা রাজ্যে।  তা বুধবারের তুলনায় অনেকটাই কম। এখনও পর্যন্ত রাজ্যে মোট ২ কোটি ৩৩ লক্ষ ৭৫ হাজার ১৪৫টি টেস্ট হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে এমতাবস্থায় নতুন করে সুস্থ রোগীর সংখ্যা বাড়ায় গোটা রাজ্যে কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লক্ষ ৬০ হাজার ৩০০ জন। সুস্থতার হার হয়েছে ৯৭.৯১ শতাংশ। অন্যদিকে দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ১৮ লক্ষ ৩ হাজার ৩১৮ জন। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৯৮ হাজার ৯৮৩ জনের। 
আরও পড়ুন- মদ্যপ অবস্থায় গালিগালাজ, প্রতিবাদ করায় যুবকের গোপনাঙ্গে ছুরি মারল প্রতিবেশী
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৮ জনের। গতকালের তুলনায় একদিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬.৮ শতাংশ। এর মধ্যে শুধুমাত্র কেরলেই মৃতের সংখ্যা ৫০০।  এদিকে গত কয়েকদিন ধরেই কেরলের কোভিড গ্রাফ রয়েছে উর্ধ্বমুখী। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭২ হাজার ৪৩৩ জন। তার আগের দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৬১ হাজার ৩৮৬।  দেশে বর্তমানে দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ১০.৯৯ শতাংশ। অন্যদিকে পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় মোট  ২ লক্ষ ৭০ হাজার ১২৫ জন করোনা টিকা নিয়েছে বলে জানাচ্ছে স্বাস্থ্য দপ্তরের বুলেটিন। এরমধ্যে ২৯ হাজার ৬২১ জন প্রথম ডোজ এবং বাকি ২ লক্ষ ৪ হাজার ৭৬০ জন দ্বিতীয় ডোজের করোনা টিকা নিয়েছেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন- হার মানবে সিনেমার গল্পও, জেনে নিন কীভাবে মার্কিন সেনা অভিযানে মারা গেল আইসিস প্রধান

Latest Videos

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী