ব্যাঙ্ক থেকে জীবনের শেষ সঞ্চয় হারিয়ে সর্বশান্ত কালনার ধীরেন্দ্রনাথ দাস। ইতিমধ্যেই ব্যাঙ্কের বিরুদ্ধে কালনা থানায় দ্বারস্থ হয়েছেন ধীরেন্দ্রনাথ দাস।
মেয়ের চিকিৎসার জন্যে রিটায়ারমেন্টের পর এককালীন পাওয়া ২ লক্ষ টাকা কালনার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট হিসাবে গচ্ছিত রেখেছিলেন কালনার মধুবন পাড়া এলাকার বাসিন্দা ধীরেন্দ্রনাথ দাস। ব্যাঙ্ক থেকে কী করে এই টাকা উধাও হল তা ভেবে উঠতে পারছেন না তিনি। ইতিমধ্যেই ব্যাঙ্কের বিরুদ্ধে কালনা থানায় দ্বারস্থ হয়েছেন ধীরেন্দ্রনাথ দাস।
আরও দেখুন, COVID 19: সংক্রমণে শীর্ষে কলকাতা, ফের মৃত্যু নিয়ে আশঙ্কা বাড়াল উত্তর ২৪ পরগণা
২০১৮ সালে রিটায়ারমেন্টের পর ২৯শে আগস্ট ২০১৮ তারিখে ২ লক্ষ টাকার একটি ফিক্সড ডিপোজিট করেছিলেন কালনারই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে, যার ম্যাচিউরিটি ডেট ছিল ২৯শে আগষ্ট ২০২৩। ছোট মেয়ের শারীরিক অসুস্থতার জন্য চিকিত্সার প্রয়োজনে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই চলতি মাসে টাকাটি ভাঙাতে গিয়ে তিনি দেখেন, তারই ফিক্সড ডিপোজিটের টাকা ২০২০ সালে ২৮ শে অক্টোবর ২০২০ তারিখে তারই ফিক্সড ডিপোজিট ভাঙানো হয়ে গেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে এমনই জানিয়ে দেওয়া হয় তাঁকে। এমনকি তার কাছে থাকা ওই ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেটেও ক্লোজ বলে লিখে দেওয়া হয় ব্যাঙ্কের তরফে। এরপরই তিনি কালনা থানার দ্বারস্থ হয়েছেন বিডিও অফিসের প্রাত্তন কর্মী ধীরেন্দ্রনাথ দাস,তার আরও দাবি,' জীবনের সঞ্চয়টুকু ব্যাংকে জমা রেখেছিলাম এখন মেয়ের চিকিৎসা কীভাবে হবে তাই ভেবে কুলকিনারা করতে পারছি না।'
কালনা শহরের সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার ইন্দ্রজিৎ মজুমদার কর্তৃপক্ষকে বিষয়টি ট্রাম্পের চাওয়া হলে তিনি ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি। তিনি মৌখিকভাবে জানান ওই ব্যক্তি ব্যাঙ্কে কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি. তিনি মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন আমাদের কাছে. লিখিত অভিযোগ করলে বিষয়টি আমরা দেখবো।'
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা
আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস