ফের পাচারকারি সন্দেহে গুলি বর্ষণ, সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু কৃষকের

ফের সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু যুবকের। পাচারকারী সন্দেহে রবিবার মুর্শিদাবাদের সাগরপাড়ার চক মথুরায় সীমান্ত রক্ষীর গুলিতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ পাচারকারী সন্দেহেই গুলি চালিয়েছে বিএসএফ। যদিও ঘটনার পর মুখ বন্ধ রেখেছে বিএসএফ। এদিকে উত্তাল মুর্শিদাবাদ।

Web Desk - ANB | Published : Jun 5, 2022 11:25 AM IST / Updated: Jun 05 2022, 04:57 PM IST

ফের সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু যুবকের। পাচারকারী সন্দেহে রবিবার মুর্শিদাবাদের সাগরপাড়ার চক মথুরায় সীমান্ত রক্ষীর গুলিতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ পাচারকারী সন্দেহেই গুলি চালিয়েছে বিএসএফ। যদিও ঘটনার পর মুখ বন্ধ রেখেছে বিএসএফ। এদিকে উত্তাল মুর্শিদাবাদ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এদিন সকালে সীমান্তের পাটের জমির আড়ালে ফেনসিডিল পাচার করছিল রুহুল মণ্ডল বলে ওই যুবক। সেসময় সীমান্তে কর্তব্যরত জওয়ানরা তাকে আটকাতে গেলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাঁকে থামাতেই বিএসএফ গুলি চালায়। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্য়ু হয়। পুলিশ সূত্রে খবর, সরাসরি যুবকের বুকে গুলি লেগেছে। পরিবারের লোকজনের অভিযোগ , রুহুলের মৃত্যু হলেও প্রথমে পুলিশ বা বিএসএফ-র তরফে কিছুই জানানো হয়নি। নালার ধারে পাটের জমিতে পড়েছিল দেহ। তা দেখতে পেয়ে মাঠের অন্য কৃষকরা বাড়ি ফিরে বলতেই ঘটনা প্রকাশ্যে আসে।

আরও পড়ুন, 'চাকরি নেই, একথা কখনও বলেননি শোভনদেব', এসএসসি দুর্নীতির মাঝে কী যুক্তি ফিরহাদের

প্রসঙ্গত, সীমান্ত পাচার ঘিরে একের পর এক ঘটনা ঘটেই চলেছে। এর আগেও অপরাধমূলক কাজ করতে গিয়ে বিএসএফ-র গুলিতে প্রাণ হারিয়েছে পাচারকারী। এবং অদ্ভুতভাবে আগেরবারের গুলিবর্ষণকাণ্ডে মৃত্য়ু ঘটনাও ঘটে এই মালদহে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে গত বছর। গভীররাতে মালদহ জেলার বৈষ্ণব নগর থানার ৭০ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ ক্যাম্পে পাচারের পর্দা ফাঁস হয়। বিএসএফ-র দাবি, বাধা দেওয়া হয়েছিল প্রথমে পাচারকারীদের দলকে। কার তাঁরা নিষিদ্ধ দ্রব্য নিয়ে বর্ডার পার করতে যাচ্ছিল। এমনই সময় টহলরত বিএসএফ-র চোখে পড়ে যায়। কিন্তু তাঁরা কোনও বাধা মানতে চায়নি বলেই দাবি বিএসএফ-র। এরপরে গুলি চালায় সীমান্ত রক্ষী বাহিনী। প্রাণ হারায় ওই পাচারকারী দলের একজন। বিএসএফ ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,  গভীররাতে কুড়ি জনের একটি টিম তারা ফেনসিডিল পাচার করছিল। সেই সময় কর্মরত বিএসএফরা তাদের বাধা দেয়। বাধা দিতে গেলে বিএসএফের ওপর চড়াও হয় হাসুয়া লাঠি নিয়ে পাচারকারীরা বলে অভিযোগ। সেই সময়ই বিএসএফের পাল্টা গুলিতে মৃত্যু হয় এক পাচারকারীর।

আরও পড়ুন, জামাইষষ্ঠীর দিনে পথ দুর্ঘটনা কলকাতায়, আহত ২ শিশু-সহ ১৯, নেওয়া হল এসএসকেম

মূলত বরাবরই কমবেশি সীমান্ত পার হওয়ার সময় গরু-পাচার কাণ্ডের ঘটনাই প্রকাশ্যে উঠে আসে। সোনা-রুপার বাট সহ আরও একাধিক বহু মূল্যের ধাতুও পাচারের ঘটনা প্রকাশ্যে আসে। যার প্রত্যেকটিই বিএসএফের কাছে ধরা পড়ে।আগেই থেকে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একেরপর এক জঙ্গিকাণ্ডের পর আরও কোনও ঝুঁকি নিতে চায় না কেন্দ্রীয় সরকার। আর এই সব কারণ মিলিয়ে আগের থেকে অনেক বেশি সতর্ক সীমান্ত রক্ষা বাহিনী।

আরও পড়ুন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরিচারিকার সঙ্গে সহবাস, লাগাতার ধর্ষণের পর গর্ভপাত, কাঠগড়ায় তৃণমূল নেতা

Share this article
click me!