'আগুন নিয়ে খেলবেন না', জেলাশাসক-পুলিশ সুপারকে হুঁশিয়ারি রাজ্যপালের

Published : Nov 01, 2020, 01:39 PM ISTUpdated : Nov 01, 2020, 01:42 PM IST
'আগুন নিয়ে খেলবেন না',   জেলাশাসক-পুলিশ সুপারকে  হুঁশিয়ারি রাজ্যপালের

সংক্ষিপ্ত

নভেম্বর জুড়ে পাহাড়ে থাকার সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল  'উত্তরবঙ্গের আধিকারিকরা দলের হয়ে কাজ করে'  'আইন আপনাকে ছাড়বে না বলেও চরম হুঁশিয়ারি'  ফের রাজ্যের বিরুদ্ধে সরব হলেন জগদীপ ধনকড় 

আবার রাজ্যের বিরুদ্ধে সরব রাজ্যপাল। 'উত্তরবঙ্গের প্রশাসনিক আধিকারিকরা রাজনৈতিক দলের হয়ে কাজ করে। আগুন নিয়ে খেলবেন না', শিলিগুড়িতে পৌছে  এমনই অভিযোগ আনলেন রাজ্যপাল  জগদীপ ধনকড়। 

আরও পড়ুন, নবান্ন অভিযানে পুলিশের বেদম মার খাওয়া কর্মীদের সম্মান জানাবে বিজেপি, জানালেন সৌমিত্র খাঁ

 

 

পুলিশ সুপারকেও  একহাত নিলেন

নভেম্বর মাস জুড়ে পাহাড়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল। শনিবার সন্ধ্যায় শিলিগুড়িতে এসে পৌঁছান তিনি। রবিবারই দার্জিলিংয়ের রাজভবনে রওনা হওয়ার আগে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে  সাংবাদিকদের মুখোমুখি হয়ে  ফের রাজ্যের বিরুদ্ধে সরব হলেন রাজ্যপাল  জগদীপ ধনকড়। এদিনের বৈঠকে উত্তরবঙ্গে জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারকেও  একহাত নিলেন তিনি। আগুন নিয়ে খেলবেন না বলেও চরম হুঁশিয়ারি রাজ্যের সাংবিধানিক প্রধানের। 

আরও পড়ুন, 'বাংলায় গণতান্ত্রিক পরিবেশ না থাকলে রাষ্ট্রপতি শাসন', বিস্ফোরক দিলীপ

 

 

আইন আপনাকে ছাড়বে না

এদিন তিনি বলেন, 'উত্তরবঙ্গের প্রশাসনিক আধিকারিকরা রাজনৈতিক দলের হয়ে কাজ করে। আমার কাছে রিপোর্ট এসেছে। রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না। আপনাদের বয়স কম, আগুন নিয়ে খেলবেন না। আইন আপনাকে ছাড়বে না। রাজনীতিতে কে হারল, কে জিতল পাত্তা দিই না। যা করছি সেটা আমার কাজ। এদিন করোনা পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে' বলে অভিযোগ করেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।

PREV
click me!

Recommended Stories

Suvendu Adhikari: ওয়াকফ ইস্যুতে মমতাকে একহাত নিলেন শুভেন্দু! সব প্রমাণ ফাঁস করলেন আজ
Arjun Singh: খড়দহে BLO-র বাড়িতে হামলা, সরাসরি তৃণমূলকে দায়ী অর্জুন সিংয়ের