কেমন আছেন করোনা আক্রান্তরা, বাড়ি বাড়ি গিয়ে তাঁদের খোঁজ নিলেন জেলাশাসক

Published : Sep 12, 2020, 06:37 PM ISTUpdated : Sep 12, 2020, 06:50 PM IST
কেমন আছেন করোনা আক্রান্তরা, বাড়ি বাড়ি গিয়ে তাঁদের খোঁজ নিলেন জেলাশাসক

সংক্ষিপ্ত

করোনা আক্রান্ত হওয়ার পর এখন কেমন আছেন তাঁরা তাঁদের বাড়ি গিয়ে খোঁজ নিলেন জেলাশাসক পুরুলিয়ায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া ২০৫৪ জন এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে

বুদ্ধদেব পাত্র, পুরুলিয়া-সুস্থ হয়ে এখন কেমন আছেন করোনা আক্রান্ত। তাঁদের বাড়ি বাড়ি্ গিয়ে জিগেস করলেন জেলাশাসক। করোনা আক্রান্ত হওয়ার পর এখন তাঁরা কী অবস্থায় আছেন? তাঁদের শারীরিক কোনও সমস্যা হচ্ছে কিনা? করোনা সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে খোঁজ খবল নিলেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার। 

আরও পড়ুন-নলকূপের গর্তে টগবগ করে ফুটছে জল, পাঠকাঠি দিলেই জ্বলছে আগুন, বনগাঁয় রহস্য

শনিবার, ঝালদা ও পুরুলিয়া পুরসভা এলাকার করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি যান জেলাশাসক। সঙ্গে ছিলেন পুরসভার কর্মীরাও। করোনা আক্রান্তদের সহায়তায় পুরসভা সবসময় প্রস্তুত আছে বলে জানিয়েছেন জেলাশাসক। এছাড়াও তাঁদের স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শও দেন তিনি। পুরকর্মীদের সঙ্গে জেলাশাসকও তাঁদের শরীরের অক্সিজেনের মাত্রা মেপে নেন। পুরসভায় অতিরিক্ত পালস অক্সিমিটার ব্যবস্থার নির্দেশ দেন জেলাশাসক। পুরুলিয়ার ঝালদা পুরসভা এলাকায় সাতটি বাড়িতে যান জেলাশাসক। এলাকাবাসীদের মাস্ক পরার বিষয়ে সচেতন করেন তিনি।

আরও পড়ুন-অন্যায়ভাবে পাড়ায় মদ বিক্রি করত স্ত্রী, ৪০ লিটার মদ সহ স্ত্রীকে ধরিয়ে দিলেন স্বামী

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই মুহূর্তে পুরুলিয়ায় করোনা আক্রান্তের সংখ্য়া ২০৫৪ জন। তাঁদের মধ্যে অ্যাক্টিভ কোভিডের সংখ্য়া ৭৬০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৮৮ জন। মোট করোনা পরীক্ষা হয়েছে ৭৭ হাজার ২৫৭ জনের। পুরুলিয়ায় জেলায় মোট কন্টেনমেন্ট জোনের সংখ্য়া ৩৭৫টি। এখনও পর্যন্ত পুরুলিয়ায় মৃতের সংখ্য়া ৬ জন।

আরও পড়ুন-করোনা টেস্টের পর ছাত্রীকে ফোন-ম্য়াসেজে উত্যক্ত করার অভিযোগ, অভিযুক্ত সরকারী হাসপাতালের কর্মী
 

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ