মালদহ শহরে ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন হয়ে গেল টোটো চালকের দেহ

Published : Jul 02, 2020, 12:30 AM IST
মালদহ শহরে ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন হয়ে গেল টোটো চালকের দেহ

সংক্ষিপ্ত

চলন্ত টোটো ভয়াবহ বিস্ফোরণ ছিন্নভিন্ন হয়ে গেল চালকের দেহ আহত আরও বেশ কয়েকজন মালদহ শহরের ঘটনা  

দ্বৈপায়ন লালা, মালদহ: বিকট শব্দে ঘটল বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় ছিন্নভিন্ন হয়ে গেল এক টোটো চালকের দেহ।  গুরুতর আহত হলেন পথ চলতি আরও বেশ কয়েকজন। ঘটনায় আতঙ্ক ছড়াল মালদহ শহরে।

আরও পড়ুন: রামপুরহাটে বিস্ফোরক বোঝাই ট্রাক্টর আটক পুলিশের, চালক-সহ পলাতক ৩

ঘড়িতে তখন বিকেল সাড়ে চারটে। মালদহ শহরের ঘোড়াপীর এলাকার দোকানপাঠ খোলা। রোজকার মতোই রাস্তাতেও ভিড় ছিল পথচলতি মানুষের। আচমকাই প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাঠ ও প্লাউডের কিছু সামগ্রী নিয়ে নিয়ে রাস্তায় দিয়ে যাচ্ছিল একটি টোটো। সেই টোটোতেই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলের মারা যান টোটোর চালক। বিস্ফোরণে তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল। টোটোর আশেপাশের যাঁরা ছিলেন, তাঁদেরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এমনকী, রাস্তা লাগোয়া বেশ কয়েকটি বাড়িরও ক্ষতি হয়েছে!

আরও পড়ুন: 'বেপরোয়া গতি' ডেকে আনল বিপদ, বরাতজোরে রক্ষা পেলেন বাসের যাত্রীরা

বিস্ফোরণ ঘটল কী করে? স্থানীয় বাসিন্দাদের অনুমান, টোটো চাপিয়ে বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল। তার জেরেই ঘটেছে বিপত্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। টোটো চালকের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, টোটোর ব্যাটারি থেকে বিস্ফোরণ ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ