বিধান চন্দ্র রায়ের স্মরণে গানে মেতে উঠল নৌকা, যাত্রীদের মন ভরাল বাংলার বাউল শিল্পীরা

Published : Jul 01, 2021, 06:41 PM ISTUpdated : Jul 01, 2021, 06:54 PM IST
বিধান চন্দ্র রায়ের স্মরণে গানে মেতে উঠল নৌকা, যাত্রীদের মন ভরাল বাংলার বাউল শিল্পীরা

সংক্ষিপ্ত

বিধান চন্দ্র রায়ের স্মরণে বাউল গানে মাতল নৌকা অজয় নদে নৌকার মধ্যেই জমে উঠল আসর  বাউল শিল্পীরা নৌকায় হোক বা বাড়িতে মন ভরাচ্ছে  রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে ভাতা পেয়ে খুশি বাউল শিল্পীরা   

বিধান চন্দ্র রায়ের স্মরণে বাউল গানে মেতে উঠল নৌকা।  বৃহস্পতিবার ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবস উপলক্ষে বিশেষ মুহূর্ত কাটালেন যাত্রীরাও। এক হাতে নৌকার পাল আর অন্য হাতে দোতারা আর মুখে বাউলের সুর বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার মিলন ক্ষেত্র কাঁকসার শিবপুরের অজয় নদে নৌকার মধ্যেই জমে উঠল বাউল গানের আসর।

আরও পড়ুন, দেবাঞ্জনের নিরাপত্তা রক্ষীর সঙ্গে রাজ্যপালের ছবি প্রকাশ্যে, তৃণমূলের নিশানায় ধনখড়

 


 সরকারি প্রশিক্ষণ প্রাপ্ত বাউল শিল্পীরা মন ভরাচ্ছে গান গেয়ে যাত্রীদের। এরা মাঝে মধ্যে যাত্রীদের আনন্দ দিতে নৌকার মধ্যেয় বিভিন্ন সুর তোলে। একপাশে পশ্চিম বর্ধমান জেলার সীমান্তবর্তী শিবপুর অন্য প্রান্তে বীরভূম জেলার সীমান্তবর্তী জয়দেব কেন্দুলি দুই জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম অজয় নদ। ভেঙ্গে গিয়েছে অজয়ের অস্থায়ী ব্রিজ তারপরেই শুরু হয়েছে খেয়া পরিষেবা। নিত্যদিন নৌকা বেয়ে হাজার হাজার মানুষের যাতায়াত। আর সেই সমস্ত নৌকায় যাত্রীদের একটু আনন্দ দিতে এবং নৌকায় মনোরম পরিবেশ তৈরি করতে এবং শিল্পাঞ্চল দুর্গাপুরের রূপকার ডা বিধান চন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবস উদযাপন উপলক্ষে কাঁকসার বিদ বিহারের বাউল শিল্পীরা  যাত্রীদের আনন্দ দিতে নৌকার মধ্যে বসালো বাউল গানের আসর। 

আরও পড়ুন, প্রবল বর্ষণে ভয়াবহ ক্ষতির মুখে চাষের জমি, সরকারের 'কৃষি বীমা'-র আশায় অসহায় কৃষকরা

 


রাজ্যের মুখ্যমন্ত্রী যে টুকু ভাতা দেয় বাউল শিল্পীদের তাতে করে একটু হলেও খুশি বাউল শিল্পীরা। গোপীনাথ বাস্কি এক নামে এই তল্লাটের সবাই চেনে। সরকারীভাবে বিভিন্ন জায়গায় গান করেন আছে গানের দল। বর্তমানে বন্ধ গান বাজনা। নবগ্রামের বাড়িতে বসেই করেন গান। গান শুনতে ভিড় জমায় এলাকার ক্ষুদেরা থেকে বিভিন্ন প্রান্তের মানুষ। নৌকায় হোক বা বাড়িতে মন ভরাচ্ছে বাউল শিল্পীরা।

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে 

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

PREV
click me!

Recommended Stories

ফের বাংলায় মেগা যোগদান বিজেপিতে, তৃণমূল ছেড়ে যোগ দিতে চলেছেন কারা? জল্পনা তুঙ্গে
Today live News: 'রাজ্যের কোনও যুক্তি শুনবে না আদালত..' এই মামলায় হাইকোর্টে জোর ধাক্কা খেল মমতা সরকার