গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে সমস্যায় পড়লেন ভারতীয় মৎসজীবীরা। বাংলাদেশ আন্তর্জাতিক জল সীমানায় আটক করা হয় তাঁদের। গত ১লা ডিসেম্বর থেকে বাংলাদেশ জল সীমানায় আটকে রয়েছেন ১৭ জন মৎসজীবী। তাঁরা বাড়ি না ফেরায় গভীর সমস্যায় তাঁদের পরিবার।
আরও পড়ুন-'শুভেন্দু চলে গেলে দলের ক্ষতি হবে না, তাঁর অবস্থানে আমি হতাশ', কী বললেন সমবায়মন্ত্রী
জানা গিয়েছে, এফবি শিবানী নামে ট্রলারটি গত ২৯ নভেম্বর ১৭ জন মৎসজীবীকে নিয়ে কাকদ্বীপ থেকে রওনা দেয়। ১ ডিসেম্বর ট্রলারটি আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড। ট্রলারটি আন্তর্জাতিক জল সীমানা পার করে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়েছিল কিনা তা এখনও স্পষ্ট নয়। বাংলাদেশ বর্ডার গার্ড আটক হওয়া ট্রলারের ১৭ জন ভারতীয় মৎস্যজীবীকে মঙলাপট থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বলে খবর।
আরও পড়ুন-অবশেষে পথ চলা শুরু করল মাঝেরহাট ব্রিজ, উদ্বোধনের পর পায়ে হেঁটে পরিদর্শন মমতা
অন্যদিকে, তবে ট্রলার মালিক সূর্য দাস জানিয়েছেন, মাঝ সমুদ্রে ট্রলারের ইঞ্জিন বিকল হওয়ায় ভারতীয় জল সীমানার মধ্যেই ট্রলারটি ভাসছিল। সেই সময় পূর্ব দিকে স্রোত থাকায় ট্রলারটি বাংলাদেশের দিকে ভেসে যেতে থাকে। তারপরই, ট্রলারটি আটক করা হয়। ইতিমধ্যেই মৎস্যজীবী সংগঠনগুলোর পক্ষ থেকে তাঁদের ফেরাতে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।