Crime: চরম অমানবিক, পথ-কুকুরের পায়ে 'শব্দবাজি' বেঁধে পৈশাচিক উল্লাস মেদিনীপুরে

আলোর উৎসবেই চরম নির্মমতা। পথ-কুকুরের পায়ে 'শব্দবাজি' বেঁধে পৈশাচিক উল্লাস পশ্চিম মেদিনীপুরে , ৯ জনকে আটক করলো খড়্গপুর পুলিশ ৷ 

Asianet News Bangla | Published : Nov 6, 2021 12:02 PM IST / Updated: Nov 06 2021, 05:36 PM IST

আলোর (Kali Puja 2021) উৎসবেই চরম নির্মমতা। পথ-কুকুরের পায়ে 'শব্দবাজি' বেঁধে পৈশাচিক উল্লাস পশ্চিম মেদিনীপুরে (West Midnapore)। শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল পা ও লেজ, পুলিশ আটক (Detain) করলো ৯ অভিযুক্তকে।পথ কুকুরের পা-য়ে শব্দবাজি বেঁধে ফাটানোর অভিযোগ ৷ বিস্ফোরনের চোটে ভেঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেল পথ কুকুরটির একটি পা ও লেজ ৷ আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুকুরটিকে চিকিত্সা শুরু করেছে পথ কুকুরদের সংগঠন ও পশু চিকিৎসক৷ ঘটনায় পুলিশে জানাতেই ৯ জনকে আটক করলো খড়্গপুর টাউন থানার পুলিশ (Khargpur Town Police) ৷ নির্মম এই ঘটনার নিন্দা খড়্গপুরে ৷ 

আরও পড়ুন, Accident: ভাইফোঁটা নিতে গিয়ে আর ফেরা হল না, বাঘাযতীনে বাসের চাকায় জড়িয়ে মৃত্য়ু যুবকের

পৈশাচিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরে ৷ পুলিশ প্রশাসনের শত নজরদারি এড়িয়েই আলোর উৎসবে দেদার ফেটেছে নিষিদ্ধ শব্দবাজি! তবে, অন্যান্য বারের তুলনায় নিঃসন্দেহে কমেছে শব্দবাজির তাণ্ডব। এর মধ্যেই, একদল যুবকের চরম নির্মমতার সাক্ষী থাকল খড়্গপুর শহর। খড়্গপুর শহরের নিরীহ এক পথ-কুকুরের পা'য়ে 'শব্দবাজি' বেঁধে বাজি ফাটানোর পৈশাচিক উল্লাসে মেতে উঠল খড়্গপুর শহরের খরিদা এলাকার একদল যুবক ৷ শব্দবাজির বিস্ফোরনের তীব্রতায় পা ও লেজ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ আশঙ্কাজনক অবস্থায় তার চিকিত্সা শুরু হয়েছে । তাঁর চিকিৎসা ও দেখাশোনা করছে খড়্গপুর শহরের একটি পথ কুকুরদের সংগঠন ও পশু চিকিৎসক। এদিকে, নির্মম এই ঘটনায় খড়্গপুরের এসডিপিও (মহকুমা পুলিশ আধিকারিক) দীপক সরকারের নেতৃত্বে খড়্গপুর টাউন থানা ইতিমধ্যে ৯ জনকে আটক করেছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন, Bhai Phota 2021: মোদীর ছবিতে ৩ কেজি ওজনের লাড্ডু খাইয়ে ভাইফোঁটা, উৎসবে সামিল জয়প্রকাশও

প্রসঙ্গত, এর আগে বাজি না হলেও চলতি বছরের অগাস্ট মাসে রাস্তার কুকুরদের উপরে যৌন নির্যাতনে জেরে গ্রেফতার হয় বেহালার এক ব্যাক্তি। বেহালার রায় বাহাদুর রোড এলাকায় কিছু দিন ধরে রাতের বেলায় আচমকাই অদৃশ্য হয়ে যাচ্ছিল পাড়ার কুকুরগুলি। এদিকে সকালে ছটফটে দুরন্ত কুকুরগুলি অদ্ভুত আচরণ করছে।  ওদের এই আচরণ দেখেই সন্দেহ হয় স্থানীয়দের। এদিকে আচমকা নজরে আসে রাতের বেলা খাবারের লোভ দেখিয়ে সারমেয়গুলিকে বাড়িতে ডেকে নিয়ে যাচ্ছেন পাড়ারই বাসিন্দা রতন চট্টোপাধ্যায়। অধিক রাতে ওই কুকুরগুলিকে ফের রাস্তায় রেখে যাচ্ছেন। এরপরেই রাত জেগে রহস্য উন্মোচন করেন তাঁরা। কিন্তু শেষ অবধি যে দৃশ্য ধরা পড়ে, তা দেখে প্রায় শরীর গুলিয়ে উঠল প্রতিবেশিদের। উল্লেখ্য,  ২২ অগাস্ট মধ্য রাতে  রতন চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি রাস্তার সারমেয়র উপর যৌন নির্যাতন চালাচ্ছিলেন বলে অভিযোগ। সেই সময় স্থানীয় এক ব্যক্তি ফোনে তার কুকর্মের ভিডিও তুলে রাখেন।পশুপ্রেমিদের কাছে পৌছতেই বেহালার ওই ব্যাক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।  

আরও দেখুন, বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

Share this article
click me!