Kalipuja 2021- জেলার সেরা পুজো মা বড় কালীর আরাধনা প্রস্তুতি তুঙ্গে, দেখুন ছবি

সরকারি সব নিয়মবিধি মেনেই পুজো হচ্ছে মৌতড়ের মা বড় কালীর। মৌতড়ের মা বড় কালীর পুজোর দিকে নজর জেলার এমনকি পড়শী রাজ্য ঝাড়খণ্ডের বহু ভক্তের।

পুরুলিয়ার (Purulia) সেরা পুজোগুলির (best Kalipuja) মধ্যে অন্যতম মৌতড়ের মা বড় কালী পুজো(Maa Boro Kali Pujo)। করোনা আবহের(Corona Situation) মধ্যেই পুজো প্রস্তুতি (Preparation) তুঙ্গে। করোনার জেরে এবার মেলা না বসলেও সরকারি সব নিয়মবিধি(Govt Rules) মেনেই পুজো হচ্ছে মৌতড়ের মা বড় কালীর। বৃহস্পতিবার কালীপুজো। তার আয়োজন চলছে সব দিকেই।  কিন্তু রাজ্যের অন্যতম তথা পুরুলিয়া জেলার সব থেকে বড় কালীপুজো মৌতড়ের মা বড় কালীর পুজোর দিকে নজর জেলার এমনকি পড়শী রাজ্য ঝাড়খণ্ডের বহু ভক্তের।

রাজ্যের অন্যতম তথা পুরুলিয়া জেলার সব থেকে বড় এই কালীপুজোর বৈশিষ্ট্য হল বলিদান।এখানে পুজোর রাত থেকে শুরু হয় বলি। চলে পরের দিন দুপুর পর্যন্ত। পাশাপাশি সারা বছর ধরে মায়ের নিমিত্তে ছাগ, ভেড়া,  বলিদান করা হয়ে থাকে এই মৌতড়ের কালী মন্দিরে।কালীঘাট মন্দিরের আদলে পুরুলিয়ার রঘুনাথপুর ২নাম্বার ব্লকের শতাব্দী প্রাচীন মৌতড় কালীমন্দির সাজিয়ে তোলা হয়েছে ইতিমধ্যে। মহামারী করোনা থেকে মুক্তি পাওয়ার জন্যই এবার বেশিরভাগ দর্শনার্থী মায়ের কাছে আর্শীবাদ চাইবেন।

Latest Videos

ইতিমধ্যে সারা মৌতড় ঘিরে সাজো সাজো রব। উচ্ছ্বসিত দর্শনার্থীরা। এই পুজো রাজ্যের অন্যতম তথা জেলার সব থেকে বড় প্রাচীন পুজো।জনশ্রুতি রয়েছে, সাধক শোভারাম বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এখানকার পুজো শুরু হয়। নতুনভাবে কালীঘাট মন্দিরের আদলে কয়েক বছর আগে মন্দির তৈরি হওয়ায় মৌতড় গ্রামের এই পুজো অন্য মাত্রা পেয়েছে। মৌতড় ষোলআনা, উৎসব কমিটি ও গ্রামের তরুণ সংঘের মিলিত উদ্যোগে এই মন্দির সংস্কার হয়েছে। 

KaliPuja 2021-মুসলিম জমিদারের হাতে শুরু হয় তিন বোনের বুড়ি কালী পুজো

Kalipuja 2021- এই গ্রামে আলো জ্বালেন মা মৌলিক্ষা, মা কালীর সঙ্গে পুজো পান বামাক্ষ্যাপাও

Kalipuja 2021- ধুপধুনোর গন্ধে মা কালীকে অনুভব, বয়রা গাছের নীচে শুরু হল কালীপুজো

বিভিন্ন জনশ্রুতিতে ভরা এই পুজোয় শুধু জেলারই নয়,আশেপাশের জেলা থেকে পড়শি রাজ্য ঝাড়খন্ড থেকে বহু ভক্ত এখানে পুজো দিতে আসেন। ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকর্মীদের। তবে ঠিক কত বছর আগে এই পুজোর শুরু হয় তার সঠিক হিসাব নেই উদ্যোক্তাদের কাছে। তবে এলাকার জনশ্রুতি ও মৌতড় গ্রামের পুজো নিয়ে লেখা কিছু বইতে উল্লেখ করা তথ্য অনুযায়ী, কয়েক শতাব্দী আগে গ্রামের বাসিন্দা বিশ্বনাথ ভট্টাচার্যের জামাই সাধক শোভারাম বন্দ্যোপাধ্যায় মৌতড় গ্রামে
কালীপুজো শুরু করেছিলেন।

স্থানীয় বাসিন্দা তথা লোকগবেষক সুভাষ রায় বলেন মৌতড় গ্রামের কালীপুজো ঠিক কবে থেকে শুরু হয়েছিল সে বিষয়ে নির্দিষ্ট তথ্যের অভাব রয়েছে।  তবে জানা যায় বর্ধমানের বাসিন্দা, শোভারাম বন্দ্যোপাধ্যায়ের সাথে মেয়ের বিয়ে দিয়েছিলেন মৌতড় গ্রামের বিশ্বনাথ ভট্টাচার্যর। শোভারাম মৌতড় গ্রামেই থেকে গিয়েছিলেন। সাধক প্রকৃতির শোভারাম দিনে-রাতে এলাকার শ্মশানে জঙ্গলে ঘুরে বেড়াতেন। পঞ্চমুন্ডির আসন প্রতিষ্ঠা করে তিনি পুজোপাঠ শুরু করেন । পরে ওই জায়গাতেই মন্দির গড়ে ওঠে। 

তন্ত্রমতে সিদ্ধ এই পঞ্চমুন্ডির আসনটি বর্তমানে মন্দিরের নীচে রয়েছে বলে দাবি পুজো উদ্যোক্তাদের। বহু চর্চিত পুরুলিয়ার রঘুনাথপুর ২ নাম্বার ব্লকের মৌতড়ের  মা বড় কালীপুজো।এই পুজো নিয়ে এলাকায় কম জনশ্রুতি নেই। এই পুজো হয় কার্তিক মাসের অমাবস্যায়। দূর্গা পূজার বিজয়া দশমীর পরদিন থেকে সাধারণত শুরু হয়ে যায এই পূজার প্রস্তুতি ।সেই রেশ চলে ভাতৃদ্বিতীয়ার দিন পর্যন্ত। তবে এই পুজোর প্রধান আকর্ষণ পশু বলি। এখানে পুজোর রাত থেকে শুরু হয় বলি। চলে পরের দিন দুপুর পর্যন্ত। যার আকর্ষনে হাজার হাজার কৌতুহলী দর্শনার্থী ভিড় জমায় মেলা প্রাঙ্গণে।

বংশানুক্রমে এই মন্দিরের পৌরহিত্য করে আসছেন সনৎ বন্দ্যোপাধ্যায়রা। সনৎ বাবুর কথায়, মানুষ বিশ্বাস করে পুজো দেন। মানত পুর্ণ হয়। মন্দিরে এখনো রয়েছে শতাধিক বছরের পুরনো পুঁথি। সেই পুঁথি অনুযায়ী পুজো হয়। পুজোর সময়ে সেই পুঁথি পাঠ করা হয়। সব মিলিয়ে বিশ্বাস আর ভক্তি মিলে মিশে রয়েছে মৌতড়ে। সেখানে যুক্তি-তর্ক দিয়ে বিচার হয় না। বস্তুত এই ধরনের হাজারো অলৌকিক ঘটনার উদাহরণ নিয়েই কয়েক শতাব্দী ধরে নিজস্ব মহিমায় চলে আসছে মৌতড়ের "মা বড় কালী" পুজো।

Share this article
click me!

Latest Videos

‘ভোটের আগে হিন্দিভাষীদের নাম কাটা হচ্ছে!’ Mamata Banerjee-কে তোপ দাগলেন Agnimitra Paul
ফাঁকা চাষের জমিতে মহিলার দেহ উদ্ধার! আমডাঙায় তীব্র চাঞ্চল্য | Amdanga Murder Case | Bangla News
'হিন্দুরা মুসলিমদের মাঝে একদমই সুরক্ষিত নয়' বুঝিয়ে দিলেন যোগী আদিত্যনাথ | CM Yogi Adityanath
Nadia News Today: আধার কার্ডে মহা গোলমাল! এক নম্বরেই দুই পরিচয়, পুলিশের দ্বারস্থ দুই নারী
‘London-এ নারী সুরক্ষার বড়াই বাংলায় নারীদের অবহেলা!’ Mamata Banerjee-কে তোপ Adhir Ranjan Chowdhury-র