ফের হদিশ মিলল কাঁড়ি কাঁড়ি টাকার! হাওড়ার শিবপুর থেকে উদ্ধার নগদ টাকা-সহ গয়না

Published : Oct 16, 2022, 04:13 PM ISTUpdated : Oct 16, 2022, 04:50 PM IST
ফের হদিশ মিলল কাঁড়ি কাঁড়ি টাকার! হাওড়ার শিবপুর থেকে উদ্ধার নগদ টাকা-সহ গয়না

সংক্ষিপ্ত

হাওড়ার শিবপুর থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়াকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। ঘটনার তদন্তে নামে কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশ। তদন্তে সহায়তা করে শিবপুর থানার পুলিশও। 

গার্ডেনরিচের পর এবার হাওড়ার শিবপুর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা ও গয়না। রবিবার শিবপুরের একটি আবাসনের সামনে একটি গাড়ি থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সূত্রের খবর গাড়িটি থেকে মিলেছে একাধিক সোনা, রুপো এবং হিরের গয়না ছাড়াও প্রায় নগদ  ২ কোটি টাকা। 

ছুটির দিনে হাওড়ার শিবপুর থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়াকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। ঘটনার তদন্তে নামে কলকাতার হেয়ার স্ট্রিট থানার পুলিশ। তদন্তে সহায়তা করে শিবপুর থানার পুলিশও। 

পুলিশ সূত্রে খবর। বেশ কিছু দিন ধরেই মোটা অঙ্কের টাকার লেনদেন চলছিল একটি বেসরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ঘটনা নজরে আসতেই তদন্ত শুরু করে লালবাজারের ‘ব্যাঙ্ক ফ্রড’ শাখা। এরপরই ফ্রিজ করে দেওয়া হয় ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তদন্তে নাম উঠে আসে শৈলেশ পাণ্ডে নামে এক ব্যক্তিরও। তবে মূল অভিযুক্ত এখনও অধরা। সূত্রের খবর, এর আগেও একাধিকবার  ষড়যন্ত্র, চিটিংবাজি-সহ নানা বিষয় নাম জড়িয়েছে অভিযুক্তের। 
 

আরও পড়ুন -

দুর্গাকে একটি লজ্জাবতীর পাতা অর্পন করে আর্থিক সমস্যা থেকে মুক্তি পান, জানুন কীভাবে সেটি দেবেন

'জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া জরুরি', দশেরায় বললেন RSS প্রধান

সূর্যের দক্ষিণ গোলার্ধে ভয়ঙ্কর বিস্ফোরণ, বিপন্ন হতে পারে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা

PREV
click me!

Recommended Stories

Dilip Ghosh: ‘বাবরের নামে কোনও মসজিদ হবে না!’ সরাসরি হুমায়ুনকে চ্যালেঞ্জ দিলীপের
Adhir Ranjan Chowdhury: ‘ভোটের সময় ওনাকে প্রমাণ করতে হয় উনি অনেক বড় হিন্দু!’ মমতাকে ধুয়ে দিলেন অধীর