21 July TMC Shahid Diwas: একুশের সকালে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে গ্রেফতার এক সন্দেহভাজন, পাওয়া গিয়েছে আগ্নেয়াস্ত্র ও ভুয়ো আইডি কার্ড

Published : Jul 21, 2023, 01:11 PM ISTUpdated : Jul 21, 2023, 01:12 PM IST
mamata banerjee says India will challenge BJP this time at bengaluru opposition meet  bsm

সংক্ষিপ্ত

সূত্রের খবর ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পুলিশ লেখা একটি গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলেং এক ব্যাক্তি।

মুখ্যমন্ত্রীর পাড়ায় ফের 'আগুন্তুক'। একদিকে শহরজুড়ে চলছে তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশের তোরজোর অন্যদিকে একুশের সকালেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে গ্রেফতার হল এক সন্দেহভাজন। ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। জানা যাচ্ছে নিজেকে পুলিশ কর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন ওই ব্যাক্তি। কিন্তু পরে দেখা যায় তাঁর পরিচয়পত্রটি ভুয়ো। এরপরই তাঁকে আটক করা হয়। সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও।

সূত্রের খবর ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পুলিশ লেখা একটি গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলেং এক ব্যাক্তি। যুবককে দেখা সন্দেহ হয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মীর। জিজ্ঞাসাবাদ করায় নিজেকে আইবি-এর কর্মী বলে দাবি করেন ওই ব্যাক্তি। কিন্তু তাঁর পরিচয়পত্র পরীক্ষা করে দেখা যায় তা ভুয়ো। সঙ্গে সঙ্গেই গাড়িটিকে ঘিরে ধরা হয় এবং গ্রেফতার করা হয় সন্দেহভাজন যুবককে।

পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, যুবকের কাছ থেকে মিলেছে একাধিক এজেন্সির আই কার্ড। এছাড়াও পাওয়া গিয়েছে আগ্নেয়াস্ত্র-সহ ভোজালি ও কয়েক প্যাকেট গাঁজা। ধৃতের নাম শেখ নুর আলম। মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার চেষ্টা চালাচ্ছিল সে। এখন প্রশ্ন ভুয়ো আইডি কার্ড দেখিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন দেখা কর‍তে চাইছিলেন তিনি? বর্তমানে স্থানীয় থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই যুবককে।

PREV
click me!

Recommended Stories

Today Live News: হামাসকে জঙ্গি সংগঠন ঘোষণা করুক ভারত, ইজরায়েলের দাবি- নতুন বিপদ আসছে
WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী