
অনলাইন ডেটিং সাইটে এখন তরুণ প্রজন্মের ইতিউতি যাতায়াত। জীবনের একাকিত্ব কাটাতে চেনা পরিচিত গণ্ডী পেরিয়ে অনেকেই পাড়ি দিচ্ছেন অচেনা অজানা ‘বন্ধুত্বে’-র সন্ধানে। ডিজিটাল মাধ্যমে বন্ধুত্ব পাতিয়ে তা পৌঁছে যাচ্ছে রীতিমতো ঘনিষ্ঠতায়। আর এই ঘনিষ্ঠতাই ডেকে আনছে মারাত্মক বিপদ। সম্প্রতি কলকাতায় এমনই ঘটনার জাল আবিষ্কার করল ব্যারাকপুর থানার পুলিশ।
ব্যারাকপুর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখা বুধবার একটি অনলাইন ডেটিং চক্র ফাঁস করেছে, যেখানে অনলাইনে বন্ধুত্বের প্রতিশ্রুতি দিয়ে ‘টার্গেট’-কে মিষ্টি কথায় ভুলিয়ে তাঁদের থেকে লুটে নেওয়া হচ্ছিল লাখ লাখ টাকা। এই ঠগবাজ দলে ২৬ জন ধৃতের মধ্যে ২৩ জনই মহিলা। অভিযান চালিয়ে প্রত্যেককেই গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে যে, অভিযুক্তরা দমদমের নাগেরবাজারে একটি ভাড়া করা ফ্ল্যাট ব্যবহার করে টাকার বিনিময়ে বন্ধুত্ব ও ডেটিং-এর মিথ্যা আশ্বাস দিয়ে ক্রমাগত প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছিল।
ডিজিটাল মাধ্যমে ‘বন্ধুত্ব’ পাতিয়ে কলকাতার এক ব্যবসায়ী প্রায় দেড় লাখ টাকা খুইয়েছিলেন। তখনই তিনি নাগেরবাজার পুলিশের দ্বারস্থ হন এবং তাঁর অভিযোগের ভিত্তিতে একটি প্রতারণার মামলা দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, এই চক্রটি কল সেন্টার পরিচালনার অজুহাতে একটি অবৈধ ডেটিং সেন্টার খুলেছিল। এটি দুই মাসেরও বেশি সময় ধরে সক্রিয় ছিল। টেলিকলাররা লোকজনকে ফোন করে অনলাইন ‘ডেটিং’-এ প্রলুব্ধ করত।
এর আগে কলকাতার বাগুইআটিতে অনলাইন ডেটিং করে প্রতারণার শিকার হয়েছিলেন দিল্লির এক তরুণ ক্রিকেটারও। একটি গোপন তথ্যের ভিত্তিতে, ব্যারাকপুর গোয়েন্দা শাখার আধিকারিকরা এবং নাগেরবাজার পুলিশ বুধবার সন্ধ্যায় দমদম রোডের পাঁচতলা অ্যাপার্টমেন্টের দ্বিতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালায়। প্রতারকদের কাছ থেকে তিনটি ল্যাপটপ এবং মোট ২৫টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন-
পালিয়ে যাওয়ার পরের রাতে এক মহিলার বাড়িতে ছিলেন অমৃতপাল সিং, ‘এক্ষুণি আত্মসমর্পণ করা উচিত’, বলছেন তাঁর বাবা
অখিলেশ যাদব, নবীন পট্টনায়কের পর কুমারাস্বামীর সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, কতটা শক্তিশালী হবে তৃতীয় মোর্চা?
প্রেমিকের সামনেই প্রেমিকাকে গণধর্ষণ, মহারাষ্ট্রের পালঘরে ২৫ বছর বয়সী তরুণদের পৈশাচিক কাণ্ড