ডেঙ্গুর জেরে মৃত্যু, ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ বছরের শিশুর মৃত্যু খোদ কলকাতায়, সচেতনতার বার্তা পুর কর্তাদের

Published : Oct 31, 2025, 07:27 AM IST
Dengue Mosquito

সংক্ষিপ্ত

কলকাতায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বড়তলা এলাকার বাসিন্দা ওই শিশুটির রক্ত পরীক্ষায় এনএস-১ পজিটিভ আসে। এই ঘটনায় এবং উত্তর কলকাতায় ডেঙ্গির প্রকোপ বাড়ায় শহরে উদ্বেগ ছড়িয়েছে।

জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল চার বছরের শিশুর। ঘটনাটি ঘটেছে কলকাতার বড়তলায়। সূত্রের খবর, গত কয়েক দিন ধরেই জ্বরে আক্রান্ত ছিল সে। তার রক্ত পরীক্ষায় এনএস-১ পজিটিভ আসে। অর্থাৎ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিশুর। তেমনই বলছে রিপোর্ট। জানা যাচ্ছে, এই শিশুটি ডেপুটি মেয়র তথা মেয়র পরিষদ সদস্য (স্বাস্থ্য) অতীন ঘোষের এলাকার বাসিন্দা। রাজ্যের অন্যান্য জেলার মতো কলকাতাতেও মশাবাগিত রোগ ডেঙ্গির প্রকোপ ক্রমশ বাড়ছে।

কলকাতা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বড়তলা অঞ্চলের বাসিন্দা ওই শিশুকন্যার নাম অদ্রীশা পোদ্দার। পরিবার সূত্র জানা গিয়েছে, গত ২০ অক্টোবর থেকে জ্বর হয়েছিল তার। তারপর সেই জ্বর কমলেও ফের বাড়াবাড়ি শুরু হয়। বেলেঘাটার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। গত মঙ্গলবার দুপুরেও মেয়েটির প্লেটলেট ছিল এক লক্ষ ৮০ হাজার। কিন্তু মঙ্গলবার সন্ধ্যা থেকেই তার অবস্থার অবনতি হতে শুরু করে। তড়িঘড়ি তাকে ইস্টার্ন বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দুুপুরে তার মৃত্যু হয়।

এদিকে কদিন ধরে চলছে বৃষ্টি। এর জেরে জল জমেছে চারিদিকে। এর থেকে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। এবার ডেঙ্গুতে প্রয়াত হল ৪ বছরের শিশু। পুরসভার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা জানান, এতদিন দক্ষিণ কলকাতায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছিল। এবার উত্তর কলকাতার কাশীপুর, হাতিবাগান বড়তলা এলাকাতেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উর্ধ্বমুখী। বাড়ির আশাপাশে জমা জল, জঞ্জাল না থাকা, মশারি টাঙিয়ে ঘুমনোর বিষয়ে মানুষকে সচেতন থাকার কথাও বলেছেন পুর স্বাস্থ্য কর্তারা।

তবে, ফের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। এবার কলকাতার ঘটল এমন ঘটনা। নিম্নচাপের জেরে চলছে বৃষ্টি। তার জেরে জল জমেছে বিভিন্ন এলাকায়। আর সেই জমা জলেই জন্মাচ্ছে ডেঙ্গুর মশা। এতদিন দক্ষিণ কলকাতায় বাড়ছিল ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এবার উত্তর কলকাতার কাশীপুর, হাতিবাগান বড়তলা এলাকাতেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উর্ধ্বমুখী বলে জানা গিয়েছে।   

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের
দেশজুড়ে IndiGo-র বিমান বিভ্রাট, কলকাতা বিমানবন্দরেও চরম দুর্ভোগের শিকার যাত্রীরা