
Kolkata Molestation Case: সংশোধনাগারে থেকেও কোনওরকম সংশোধন হয়নি। অপরাধীর স্বভাব বদলায়নি। ২০১২ সালে পার্ক স্ট্রিটে গণধর্ষণের মামলায় (2012 Park Street Gangrape Case) দোষী সাব্যস্ত হয়ে সাজা ভোগ করা নাসির খানের বিরুদ্ধে ফের এক যুবতীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল। ঘটনাস্থল কলকাতার এক পাঁচতারা হোটেলের নাইটক্লাব। রবিবার রাতে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। নাসির ও তার সঙ্গী জুনেইদ খানের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police Station) অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। তিনি অভিযোগ করেছেন, 'ওরা বোতল নিয়ে আমাদের উপর হামলা করে। ওরা আমার শরীরে আপত্তিকরভাবে হাত দেওয়ার চেষ্টাও করে।' নির্যাতিতা আরও জানিয়েছেন, তিনি স্বামী, ভাই ও বন্ধুদের সঙ্গে নাইটক্লাবে গিয়েছিলেন। সেখানে হঠাৎ তাঁদের সঙ্গে বচসা শুরু করে নাসির ও জুনেইদ। এরপর তারা হামলা চালায়।
বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার জানিয়েছেন, নির্যাতিতা অভিযোগ করার পরেই এফআইআর দায়ের করা হয়েছে। ওই নাইটক্লাবের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। নির্যাতিতার বয়ান নথিভুক্ত করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। এই অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতার (Bharatiya Nyaya Sanhita) ১২৬(২), ১১৫(২), ১১৭(২), ৩৫১(২), ৩(৫) ও ৭৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি।
নির্যাতিতা অভিযোগ করেছেন, তাঁর ভাই যখন বচসা থামাতে যান, তখন তাঁদের উপর বোতল নিয়ে হামলা চালায় অভিযুক্তরা। এরপর বিপদ বুঝে যখন নির্যাতিতা ও তাঁর সঙ্গীরা যখন নাইটক্লাব থেকে পালানোর চেষ্টা করেন, তখন অভিযুক্তরা আরও ২০ জনকে ডেকে এনে হামলা চালায়। সেই সময় নির্যাতিতা ও তাঁর সঙ্গীরা ১০০ নাম্বার ডায়াল করে পুলিশে খবর দেন। কিন্তু নাইটক্লাবের দরজা বন্ধ থাকায় তাঁরা সেখান থেকে বেরোতে পারেননি। তাঁরা নাইটক্লাবের লিকার রুমে কোনওরকমে লুকিয়ে থাকেন। এরপর পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।