সত্যিই কি বাড়ছে মহার্ঘ ভাতা? বাংলায় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির তারিখ জানিয়ে দিল নবান্ন

কেন হঠাৎ ডিএ বৃদ্ধি নিয়ে জল্পনা? আর নাকি তিন সপ্তাহ! DA বাড়ছে বাংলার সরকারি কর্মীদের? কত শতাংশ? শুনলে হা হয়ে যাবেন।

Parna Sengupta | Published : Dec 2, 2024 12:38 AM
112

একদিকে দফায় দফায় ডিএ বৃদ্ধি (Dearness Allowance) করছে কেন্দ্র সরকার।

212

অন্যদিকে দিনের পর দিন মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির দাবি তুলে আন্দোলন করছেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা।

312

২০২২ সাল থেকে চলছে ডিএ (DA) নিয়ে মামলা চলছে আদালতে। সুপ্রিম করতে এখনও খোলেনি জট।

412

এরই মধ্যে সপ্তাহ তিনেক পরেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়বে, সেই আশায় দিন গুনছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ।

512

সত্যিই কি বাড়ছে মহার্ঘ ভাতা? বাড়লে কত শতাংশ? কেন হঠাৎ ডিএ বৃদ্ধি নিয়ে জল্পনা?

612

আসলে ২০২৩ সালে ডিসেম্বরের শেষেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল মমতা সরকার।

712

ডিসেম্বরের ২১ তারিখ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

812

এবারও সেই রকম কিছু হতে পারে সেই আশাতেই বুক বাঁধছেন সরকারি কর্মীরা।

912

আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা।

1012

চলতি বছরই দু’দফায় ডিএ বৃদ্ধি করেছে রাজ্য। আগে ৬ শতাংশ করে ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মীরা।

1112

চলতি বছর চার শতাংশ করে দু’বার ডিএ বৃদ্ধির পর তা পৌঁছেছে ১৪ শতাংশে।

1212

এদিকে সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে হয়েছে ৫৩ শতাংশ। রাজ্যের কর্মচারীদের ডিএ-র ফারাক বেড়ে হয়েছে ৩৯ শতাংশ।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos