Calcutta High Court On OBC: ওবিসি সংরক্ষণ ইস্যুতে ফের কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। তবে এবার অন্য বিষয়ে দায়ের হল মামলা। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
জানা গিয়েছে, কলেজগুলিতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে অনলাইন পোর্টালে OBC কোটা নিয়ে শুরু হয়েছে তরজা। যা নিয়ে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। অভিযোগ, রাজ্যের কলেজগুলিতে অনলাইন ভর্তির পোর্টালে ওবিসি কোটা নিয়ে আদালত অবমাননা করা হয়েছে। যার প্রতিবাদে ফের আদালতে দায়ের হল মামলা।
27
কলেজে ভর্তির পোর্টালে ওবিসি
সূত্রের খবর, এই বিষয়ে মঙ্গলবার রাজ্যের নতুন ওবিসি তালিকার উপর অন্তর্বর্তীকাল স্থগিতাদেশ জারি করেছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ৷
37
অনলাইনে ভর্তির পোর্টালে ওবিসি প্রশ্ন তুলে মামলা
আদালতের এই রায়ের দিনই রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কলেজগুলিতে ভর্তির অনলাইন পোর্টালের সূচনা করেন। সেই পোর্টালে 'ওবিসি (এ)' এবং 'ওবিসি (বি)' ক্যাটেগরির উল্লেখ আছে। আর সেখানেই বাধে গণ্ডগোল।
অভিযোগ,কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ অবমাননা করে এই পোর্টাল চলছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নতুন ওবিসি সংরক্ষণ তালিকার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করার পরও কী করে পোর্টালে ওবিসি দুই ক্যাটাগরি রয়েছে তা নিয়েও উঠেছে প্রশ্ন।
57
ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ
এদিন সেই নিয়ে প্রশ্ন তুলেই আদালত অবমাননার অভিযোগ এনে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার মূল আবেদনকারীরা।
67
মামলা দায়েরের অনুমতি
এই বিষয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মামলা দায়ের হওয়ার পর নির্দিষ্ট তালিকা অনুযায়ী শুনানি করার আশ্বাসও দিয়েছেন দুই বিচারপতি ৷
77
বহাল অন্তর্বর্তী স্থগিতাদেশ
এদিকে এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিব এবং উচ্চ শিক্ষা দফতরকেও মামলায় যুক্ত করা হয়েছে। শীঘ্রই ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। যদিও, অন্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) সংক্রান্ত রাজ্যের নতুন বিজ্ঞপ্তির উপর ইতিমধ্যে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ৩১ জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে বলেও জানা গিয়েছে।