North Bengal Rain: একটানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। বাড়ছে তিস্তার জলস্তর। পাহাড়ে ঘুরতে যাওয়া নিয়ে পর্যটকদের সতর্ক বার্তা প্রশাসনের। বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

North Bengal Rain: বুধবার থেকে গোটা পাহাড়জুড়ে শুরু হয়েছে অবিরাম বৃষ্টি। টানা বর্ষণে সিকিম ও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ধস নেমেছে, যার জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে পাহাড়ি যোগাযোগ ব্যবস্থা। বিশেষ করে সিকিমের মল্লি থেকে নামচি যাওয়ার রাস্তায় একটি বড় ধস নামায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। কর্তৃপক্ষ জানিয়েছে, রাস্তা মেরামত না হওয়া পর্যন্ত এই পথে কোনও যানবাহন চলাচল করতে পারবে না।

অন্যদিকে, শিলিগুড়ি থেকে গ্যাংটকের মধ্যে সংযোগকারী গুরুত্বপূর্ণ ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক অংশে ছোটখাটো ধস নেমেছে। তিস্তার জলস্তর বেড়ে যাওয়ায় নদীর জল রাস্তার ধারে বারবার ধাক্কা মারছে, যার ফলে রাস্তার কিছু অংশ ভেঙে পড়ে সরাসরি তিস্তার গর্ভে চলে যাচ্ছে। ফলে সড়কের অনেক জায়গায় এখন একমুখী করে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে।

টানা বৃষ্টির জেরে রাস্তার পিচ উঠে গিয়ে কর্দমাক্ত হয়ে পড়েছে। এর ফলে বুধবার গভীর রাতে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সব মিলিয়ে বর্ষা শুরু হতেই পাহাড়ি রাস্তাগুলোর অবস্থা ভয়াবহ আকার নিচ্ছে। প্রশাসন থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে এবং যাত্রী ও পর্যটকদের অপ্রয়োজনে পাহাড়মুখো ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, এই মুহুর্তে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে আজ ও কাল। শুক্রবার শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কম। রবিবার ফের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বৃহস্পতিবারে বৃষ্টির পরিমাণ একটু বাড়বে। দার্জিলিং, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে। 

শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কম। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রবিবার দার্জিলিং কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরো একটু বাড়বে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।