Kolkata Mysterious drone: রাতের অন্ধকারে শহরের আকাশে ঘোরাফেরা করছে রহস্যময় ড্রোন। কোথা থেকে আসলো একসঙ্গে এতগুলি ড্রোন? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

Kolkata Mysterious drone: এবার কলকাতার আকাশে দেখা গেল ড্রোন। একটা নয়, একেবারে সাত - সাতটি। প্রায় ৪৫ মিনিট ধরে কলকাতার প্রাণকেন্দ্রের আকাশে চক্কর কাটতে দেখা যায় ড্রোনগুলিকে। ভবানীপুর, ময়দান, রবীন্দ্র সদন এলাকার ওপর দিয়ে চক্কর কাটতে দেখা যায় ড্রোনগুলিকে। আকাশে দেখা মেলে ৭টি ড্রোনের। সোমবার রাত পৌনে দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ওড়ে ড্রোনগুলি।

জানা গিয়েছে, মহেশতলা এলাকার দিক থেকে উড়ে আসে ড্রোনগুলি। হেস্টিংস হয়ে ফোর্ট উইলিয়াম, ব্রিগেড, ভিক্টোরিয়া মেমোরিয়ালের আকাশে ওড়ে ড্রোনগুলি। উড়ন্ত ড্রোনকে প্রথম দেখেন কলকাতা পুলিশের আধিকারিকরা। লালবাজার কন্ট্রোল রুমকে ড্রোনের বিষয়ে জানানো হয়। ওই অঞ্চলের সমস্ত থানাকে সতর্ক করা হয়। থানার পক্ষ থেকে টিম রাস্তায় নামে।

দুটি ড্রোন পূর্ব কলকাতা ও দুটি ড্রোন উত্তর কলকাতার দিকে বেরিয়ে যায়। ড্রোনের রহস্যভেদ করার চেষ্টা চালাচ্ছে সেনা, বায়ুসেনা, কলকাতা পুলিশ। ড্রোন-রহস্যের তদন্তে গোয়েন্দা দফতরও। কোথা থেকে এল ড্রোন, সেই রহস্যের এখনও মীমাংসা হয়নি। ইস্টার্ন কমান্ডের হেড কোয়ার্টার এখানেই । এই অঞ্চলে ড্রোন ওড়াতে গেলে আগে থেকে অনুমতি নিতে হয়। কিন্তু এক্ষেত্রে ড্রোনের কোনও অনুমতি নেওয়া ছিল না বলেই জানা গিয়েছে।

পহেলগাঁও হামলার পর থেকেই চরমে ভারত-পাক দ্বন্ধ। ভারতের অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর লাগাতার পাল্টা হামলা চালানোর চেষ্টা অব্যাহত রেখেছে পাকিস্তান। কিছুদিন আগেই কাশ্মীর সীমান্তে ড্রোন হামলা করার চেষ্টা করেছিল পাকিস্তান। ভারতীয় সেনার তৎপরতায় সেই অপচেষ্টা বিফলে গিয়েছে। আর এবার খোদ সিটি অফ জয়ের (Kolkata News) আকাশে একটি নয়, সাত সাতটি ড্রোনের দেখা মিলল। যা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন লালবাজারের পুলিশ কর্তারা।

পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে মহেশতলা এবংং বেহালার দিকে থেকে পরপর মোট সাতটি ড্রোনকে আসতে দেখা যায়। ড্রোনগুলি প্রথমে হেস্টিংস এলাকায় ঘোরাঘুরি করে। কারণ, ওই এলাকায় দ্বিতীয় হুগলী সেতু, ফোর্ট উইলিয়ামের মতো গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। এরপর চারটি ড্রোন ময়দানের উপর দিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে যায়। সেখান থেকে সেগুলি কিছুক্ষণ ঘোরাফেরা করে জওহরলাল নেহেরু রোডের উপর একটি বহুতলের আশপাশে ঘুরতে থাকে। 

এরপর পাঁচটি ড্রোন চলে যায় পূর্বদিক, অর্থাৎ পার্ক সার্কাসের দিকে। অন‌্য দুটি ড্রোন উড়ে যায় উত্তর কলকাতার দিকে। প্রথম হেস্টিংস থানার পুলিশ এই ড্রোনগুলিকে উড়তে দেখে লালবাজারকে জানায়। এরপর সতর্ক করা হয় ময়দান-সহ অন‌্যান‌্য থানাগুলিকেও। কেউ রাতে ড্রোনগুলির সাহায্যে গোপনে কোনও ছবি তুলছিল কি না, তা জানার চেষ্টা হচ্ছে। যদিও শেষ পর্যন্ত সেগুলি কোথায় পালিয়েছে, সেগুলি জানার জন‌্য কলকাতা পুলিশের এসটিএফ ও গোয়েন্দা বিভাগও তদন্ত করছে। মাঝরাতে কলকাতার আকাশে রহস্যময়য় এই ড্রোনগুলি পাঠানোর পিছনে অন্য কোনও অসৎ উদ্দেশে রয়েছে কিনা তা জানতে একযোগে তদন্ত শুরু করেছে পুলিশ ও গোয়েন্দা বিভাগ।

অন্যদিকে, গুজরাটের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (ATS) দুই ব্যক্তিকে গ্রেফতার করেছেন। এদের মধ্যে একজন নাবালক, ভারতীয় ওয়েবসাইট হ্যাকার এবং অনলাইনে ভারতবিরোধী বার্তা পোস্ট করার অভিযোগে গ্রেফতার করেছে, মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন।

কর্মকর্তাদের মতে, "অভিযুক্তদের মধ্যে একজন নাবালক এবং অন্যজন হলেন জাসিম শাহনওয়াজ আনসারি (গুজরাটের খেদা জেলার নদিয়াদের বাসিন্দা)। তাঁরা দুজনেই একটি টেলিগ্রাম চ্যানেল চালাত যেখানে তারা তাদের হ্যাকিং কার্যকলাপের প্রমাণ শেয়ার করত, বলে জানা গিয়েছে। সাম্প্রতিক অপারেশন সিন্দুরের সময়, ATS ভারতীয় ওয়েবসাইটগুলিকে লক্ষ্য করে হ্যাকারদের সম্পর্কে একাধিক সতর্কতা পেয়েছে। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।