এবার এক মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানি! অভিযুক্ত পার্ক স্ট্রিট থানার এসআই, জানুন বিস্তারিত

এবার খোদ পার্ক স্ট্রিট থানায় কর্মরত এক মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক পুলিশ অফিসারের বিরুদ্ধে।

এবার খোদ পার্ক স্ট্রিট থানায় কর্মরত এক মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক পুলিশ অফিসারের বিরুদ্ধে।

ইতিমধ্যেই ঐ অফিসারকে বসিয়ে দিয়েছে লালবাজার। কলকাতা পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে, আইন মোতাবেক কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলে খবর।

Latest Videos

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শনিবার পার্ক স্ট্রিট থানা এলাকায় একটি বস্ত্র বিতরণী কর্মসূচিতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন সাব ইনস্পেক্টর (SI) পদমর্যাদার ওই পুলিশ অফিসার এবং অভিযোগকারিণী সিভিক ভলান্টিয়ার। সেই অভিযোগকারিণীর বক্তব্য, সেখানেই তাঁর শ্লীলতাহানি করেন ঐ অভিযুক্ত।

সেই অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান ওই সিভিক। অভিযোগ পেয়েই আপাতত অভিযুক্তকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লালবাজার।

আরজি কর কাণ্ডের আবহে রাজ্যের একাধিক জায়গায় শ্লীলতাহানিতে অভিযুক্ত হয়েছেন সিভিক ভলান্টিয়াররা। সম্প্রতি পূর্ব বর্ধমানের আউশগ্রামে এক বধূর শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার হন একজন সিভিক। গত সপ্তাহে আবার কাকদ্বীপে এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার হন আরও এক সিভিক ভলান্টিয়ার।

আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনাতেও প্রধান অভিযুক্ত একজন সিভিক ভলান্টিয়ার। আর এবার খোদ এক পুলিশ অফিসারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুললেন মহিলা সিভিক।

এবার খোদ পার্ক স্ট্রিট থানায় কর্মরত এক মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। ইতিমধ্যেই সেই অফিসারকে বসিয়ে দেওয়া হয়েছে লালবাজারের পক্ষ থেকে। কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সেই অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আইন অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

বাংলা জুড়ে কী আবার লকডাউন হবে? HMPV নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee
মমতার খিল্লি উড়ালেন শুভেন্দু | Suvendu Adhikari | #shorts | #suvenduadhikari | #funny | #bjp
Suvendu Adhikari Live: নন্দীগ্রাম থেকে মমতার বিরুদ্ধে হুঙ্কার শুভেন্দুর, দেখুন সরাসরি
BSF আসতেই লেজ গুটিয়ে পালাল বাংলাদেশের BGB | Malda | #shorts | #bsf | #border | #banglanews
রাজপুরে বাড়ির ভেতর থেকে বেরোচ্ছে তেল, খবর পেয়ে ছুটে এলেন বৈজ্ঞানিকরা | Viral News