ট্যাংরার পর বাগুইআটি, ফের হেলে পড়ল ফ্ল্যাট, পুকুর ভরাট করে নির্মাণের অভিযোগ

সংক্ষিপ্ত

কলকাতা পুরসভা অঞ্চলের একাধিক জায়গায় সম্প্রতি ফ্ল্যাট হেলে পড়েছে। এবার একই ঘটনা দেখা গেল বিধাননগর পুরসভা অঞ্চলে।

কলকাতা পুরসভার পর বিধাননগর পুরসভা, ফের হেলে পড়ল ফ্ল্যাট। সম্প্রতি বাঘাযতীন, ট্যাংরায় ফ্ল্যাট হেলে পড়েছে। এবার বাগুইআটিতে জোড়া ফ্ল্যাট হেলে পড়ল। বিধাননগর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে বাগুইআটির জগৎপুরে এবং ৩ নম্বর ওয়ার্ডে দক্ষিণ নারায়ণপুরে দু’টি ফ্ল্যাট হেলে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুকুর বুজিয়ে ফ্ল্যাট তৈরি করা হয়েছিল। ফলে ফ্ল্যাটের নীচের জমি মজবুত ছিল না। এই কারণেই পাশের ফ্ল্যাটের গায়ে হেলে পড়েছে ফ্ল্যাট। এই খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধাননগর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝুঙ্কু মণ্ডল। তিনি বিধাননগর পুরসভায় লিখিত অভিযোগ দায়ের করেন। যে ফ্ল্যাট ভেঙে পড়েছে, সেটির মালিকের নাম মিঠুন কর। তিনি পুকুর বুজিয়ে ফ্ল্যাট তৈরি করার অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

বামেদের উপর দায় ঠেলছেন বিধাননগরের মেয়র

Latest Videos

এই ঘটনায় নিজেদের দায় অস্বীকার করে বামেদেরই দায়ী করছেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। তাঁর দাবি, 'যখন এই বাড়িগুলি তৈরি হয়েছিল, তখন এই অঞ্চল বিধানননগর পুরসভায় সংযুক্ত হয়নি। আমি খোঁজ নিয়েছি, বাড়িগুলি নির্মাণ হয়েছে ২০০৩-০৪ সালে। তখন বাম জমানা ছিল। কিন্তু যেহেতু এখন আমরা ক্ষমতায় রয়েছি, তাই আমাদের যা যা করণীয়, সব করা হচ্ছে। আমাদের কাউন্সিলর ঘটনাস্থলে গিয়ে দেখছেন।' কিন্তু বিধাননগর পুরসভার মেয়র বাম আমলে ফ্ল্যাট তৈরি হওয়ার দাবি করলেও, এতদিন তাঁদের নজরদারি ছিল না কেন, সেই প্রশ্ন উঠছে। যে দু’টি ফ্ল্যাট হেলে পড়েছে, সেগুলির বাসিন্দারা আতঙ্কে। তাঁরা আশঙ্কা করছেন, ফ্ল্যাট ভেঙে পড়তে পারে। ফলে প্রাণ বাঁচাতে ফ্ল্যাট ছাড়তে হতে পারে বাসিন্দাদের।

কী পদক্ষেপ পুরসভার?

ট্যাংরায় ফ্ল্যাট হেলে পড়ার ঘটনায় ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভা। কিন্তু জোড়া ফ্ল্যাট হেলে পড়ার ঘটনায় বিধাননগর পুরসভা ঠিক কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আরও কোনও ফ্ল্যাট একইরকম অবস্থায় আছে কি না, সে বিষয়ে নজরদারির দাবি জানাচ্ছেন বিধাননগর পুরসভা অঞ্চলের বাসিন্দারা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বাঘাযতীনের হেলে পড়া ফ্ল্যাট বাড়ি ঘিরে রাজনীতি শুরু, এলেন তৃণমূল নেতা, তাড়া খেলেন প্রাক্তন কাউন্সিলর

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: ‘মমতার রাজ্যে তফসিলিরা কেউ সুরক্ষিত নন!’ বিস্ফোরক হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
'মুর্শিদাবাদে ১০০ কোটি ক্ষয় ক্ষতি করেছে, সুদে আসলে বদলা নেব', হুঙ্কার শুভেন্দু অধিকারীর