মেসিকে নিয়ে যুবভারতীকাণ্ডে আন্তর্জাতিক মহলে মুখ পুড়ল বাংলার, ইডি-সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা

Published : Dec 15, 2025, 04:26 PM IST

ED CBI Investigation On Messi Chaos: কলকাতার সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি দর্শনে তাণ্ডব ও ভাঙচুরের ঘটনায় এবার সিবিআই-ইডি তদন্তের দাবি জানিয়ে আদালতে দায়ের হলো মামলা। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

PREV
16
মেসি কনসার্টে বিশৃঙ্খলা

শনিবার যুবভারতীতে মেসি কনসার্টে বিশৃঙ্খলার ঘটনায় সিবিআই ও ইডি তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল আরও একটি জনস্বার্থ মামলা। আদালতের নজরদারিতে আদালত গঠিত তদন্ত কমিটিকে দিয়ে তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী ফিরদৌস শামিম।

26
যুবভারতী ক্রীড়াঙ্গনে চূড়ান্ত অব্যবস্থা

যুবভারতী ক্রীড়াঙ্গনের সম্পূর্ণ মেরামত করে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে আয়োজক ও উদ্যোক্তাদের, এই দাবিও জানানো হয়েছে আদালতে। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা।

36
কলকাতা হাইকোর্টে জোড়া মামলা

অন্যদিকে, গত শনিবার যুবভারতীতে ক্রীড়াঙ্গনে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা মেসির কনসার্টকে ঘিরে বিশৃঙ্খলার ঘটনায় এবার জোড়া মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। ঘটনায় দায়ের হলো জনস্বার্থ মামলা। সোমবার যুবভারতীর বিশৃঙ্খলার ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত সিটকে চ্যালেঞ্জ করে দায়ের হয়েছে আরও একটি মামলা। দু'টি মামলা দায়েরেরই অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা রয়েছে এই সংক্রান্ত মামলাটির।

46
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা

সল্টলেকে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত শনিবার ১৩ ডিসেম্বর মেসি কনসার্টের ঘটনা নিয়ে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। আইনজীবী বিল্লদল ভট্টাচাৰ্য্য মামলা দায়েরের আবেদন করেন। ভারপ্রাপ্ত প্রধানবিচারপতি সুজয় পাল মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভবনা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। এখন দেখার কোন পথে গড়ায় এই মেসিকাণ্ডের জল।

56
সিট গঠন করে তদন্তের দাবি

সল্টলেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের ভাঙচুরের ঘটনায় রাজ্য সরকার একটি সিট্ গঠন করেছে। সিটের চেয়ারম্যান করা হয়েছে প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়কে। এছাড়াও কমিটিতে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দফতরের সচিব নন্দিনী চক্রবর্তী।

66
সিট গঠনকে চ্যালেঞ্জ

এদিকে সেই সিট গঠনকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চের দ্বারস্থ আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। মামলা দায়েদের অনুমতি দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। চলতি সপ্তাহে মামলার শুনানি সম্ভাবনা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

Read more Photos on
click me!

Recommended Stories