Barasat Crime News: স্প্যা সেন্টারের আড়ালে রমরমিয়ে চলছে দেহ ব্যবসা। পুলিশি অভিযানে বিরাট মধুচক্রের পর্দাফাঁস। কোথায় ঘটেছে এই ঘটনা? বিস্তারিত তথ্যের জন্য সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…

Barasat Crime News: অশোকনগরের নাবালিকা নিখোঁজ কাণ্ডে বারাসাতে স্পা-তে পুলিশের হানা, মালিকসহ ১৬ জন আটক। নিখোঁজ নাবালিকাকে খুঁজে পেতে গিয়ে তদন্তে চমকে উঠল পুলিশ। অশোকনগরে নাবালিকা মেয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ। উত্তর ২৪ পরগনার অশোকনগর থানায় পরিবারের তরফে নাবালিকার নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অশোকনগর থানার পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করে।

ঠিক কী ঘটেছে? 

পুলিশি জিজ্ঞাসাবাদের সময় নাবালিকা জানায়, সে বারাসাতের কাজীপাড়া এলাকার ফরচুন টাউনশিপে একটি বডি ম্যাসাজ পার্লারে কাজ করত। এই তথ্যের ভিত্তিতে রবিবার রাতে বারাসাতের ফরচুন টাউনশিপে ওই বডি ম্যাসাজ পার্লারে হানা দেয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় পার্লারের ভিতরে মালিকসহ ১১ জন মহিলা ও ৪ জন পুরুষ উপস্থিত ছিল। প্রথমে পার্লারের মালিককে আটক করে বারাসাত থানায় নিয়ে যাওয়া হয়। পরে মহিলা পুলিশের উপস্থিতিতে পার্লারের ভিতরে থাকা সকলকে আটক করে থানায় আনা হয়।

পুলিশের প্রাথমিক অনুমান, বডি ম্যাসাজ পার্লারের আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধ দেহব্যবসা চলছিল। তদন্তে জানা গিয়েছে, এখানে কাজ করতে আসা মহিলারা বিরাটি, নিউ ব্যারাকপুর, কাজীপাড়া, হাবরা ও অশোকনগরসহ উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকে আসত।

অভিযোগ, কোনও সময়ই ওই স্পা সেন্টারের ভিতরের স্থানীয় বাসিন্দাদের ঢুকতে দেওয়া হতো না। কেউ ভিতরে যেতে চাইলে তাকে দরজা থেকে আটকে দেওয়া হতো। এই বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মনে দীর্ঘদিন ধরেই সন্দেহ দানা বাঁধছিল। অবশেষে পুলিশি অভিযানে বারাসাতের কাজীপাড়া এলাকায় ফাঁস স্পা সেন্টারের আড়ালে দেহ ব্যবসার বিরাট ফাঁদ। 

অন্যদিকে, শান্তিনিকেতন থানার কঙ্কালতলা গ্রাম পঞ্চায়েতের ধোল্টিকুড়ি গ্রামে রবিবার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। প্রাক্তন তৃণমূল বুথ সভাপতি মদন লোহা (৫০) এর নিথর দেহ গ্রামের মাঝ মাঠ থেকে উদ্ধার করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন মদন লোহা। রবিবার তার দেহ উদ্ধার হতেই পুরো এলাকা স্তব্ধ হয়ে যায়। মৃতদেহের অবস্থা এবং ঘটনাস্থলের পরিস্থিতি দেখে পরিবারের লোকজন দাবি করেছেন যে, এটি সাজানো খুনের ঘটনা।

পরিবারের অভিযোগ, মদন লোহাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মৃতদেহের অবস্থান ও পায়ে লাগা আঘাতের চিহ্ন সন্দেহ আরও বাড়িয়ে তুলেছে। ঘটনার খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে দেখা হবে, এটি কি রাজনৈতিক শত্রুতা নাকি ব্যক্তিগত আক্রোশের কারণে সংঘটিত হয়েছে।

এলাকাবাসী সূত্রে খবর, ঘটনার পর থেকে পুরো গ্রামে আতঙ্ক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। মানুষ ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না, কেউ কেউ পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। স্থানীয়রা বলছেন, “এত বড়ো ঘটনা আমাদের গ্রামে আগে কখনো হয়নি। কেউ নিরাপদ নয়।”

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।