Rabindra Sarobar: রবীন্দ্র সরোবরে সাঁতার কাটতে নেমে বিপত্তি, অকালে প্রাণ হারাল কিশোর

Published : Jun 15, 2025, 12:20 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Kolkata: ফের রবীন্দ্র সরোবরে সাঁতার কাটতে নেমে বিপত্তি। লেকের জলে তলিয়ে প্রাণ গেল বছর ১৬-র কিশোরের। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

Kolkata: কলকাতার রবীন্দ্র সরোবরে সাঁতার কাটতে নেমে তলিয়ে গেল ১৬ বছরের কিশোর। লেকের জলে ডুবে মৃত্যু হয়েছে তার। রবিবার সকালে লেকে সাঁতার কাটতে গিয়েছিল সে। স্থানীয়দের অভিযোগ, লেকের জলে থাকা গাছগাছালিতে তার পা আটকে গিয়েছিল। সেই কারণেই কিশোর জল থেকে উঠে আসতে পারেনি। কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়েরা। অভিযোগ, পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবেই এই মৃত্যু ঘটেছে।

জানা গিয়েছে, গড়িয়াহাট এলাকার বালিগঞ্জ প্লেসের বাসিন্দা ১৬ বছরের শিভম সিংহ। রবিবার সকালে সে লেকে সাঁতার কাটতে গিয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জলে নামার কিছু ক্ষণের মধ্যে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে কিশোরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী এমআর বাঙুর হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে ঘটনায় আরও দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাঁতার কাটার সময় তাদের পায়ে শ্যাওলা জড়িয়ে গিয়েছিল! প্রাথমিকভাবে সেই কথাই মনে করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে, বলাগড় খামারগাছি কাদাম ঘুটু গ্রামে বৃদ্ধাকে মুগুর মেরে খুন। অভিযুক্ত প্রতিবেশীকে মারধোর করে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা। বলাগড় থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,খামারগাছির কাদামঘুটু গ্রামে শনিবার  প্রতিবেশি যুবক সমর সরেন মদ খেয়ে গালিগালাজ করছিল। তা নিয়ে বাদলি মান্ডির (৬০) সঙ্গে বচসা শুরু হয়। বচসার মাঝেই মুগুর দিয়ে আঘাত করে সমর।আহত বৃদ্ধাকে তুলে জিরাট হাসপাতালে নিয়ে যায় গ্রামবাসীরা। সেখানেই মৃত্যু হয় তার।

এদিকে ঘটনার খবর পেয়ে বলাগড় থানার পুলিশ গ্রামে পৌঁছায়। হুগলী গ্রামীন পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র,সিআই মগড়া সৌমেন বিশ্বাস ঘটনাস্থলে যান। অভিযুক্ত সমরকে উদ্ধার করে জিরাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গ্রামবাসীদের অভিযোগ, এর আগে সমর গ্রামের অনেকের সঙ্গে অশান্তি করেছে। গ্রামে সালিশি করে তাকে সাবধান করা হয়েছিল। কিন্তু মদ খেয়ে অশান্তি করা বন্ধ হয়নি। কলে জল নেওয়া, বাড়ি পাস দিয়ে যাতায়াত করা নিয়ে বৃদ্ধার সঙ্গে আগেও অশান্তি বেঁধেছিল। শনিবার সেই অশান্তির বলি হন বৃদ্ধা। ঘটনার পর থমথমে ওই আদিবাসী গ্রাম।পুলিশ পিকেট বসানো হয়েছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।

এই বিষয়ে ডিএসপি অভিজিৎ সিনহা মহাপাত্র জানান, একটা ঘটনা হয়েছে হামজানপুর কাদাম ঘুটু গ্রামে।এক যুবক মদ্যপ ছিল। সে ঝামেলা করছিল। বৃদ্ধাকে কাঠের মুগুর দিয়ে মাথায় মারে। মহিলা পরে যায় তাকে আবার মারে।প্রত্যক্ষদর্শীরা ছাড়ানোর চেষ্টা করেন। মহিলাকে উদ্ধার করে জিরাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্তকে আটক করা হয়েছে। সে হাসপাতালে চিকিৎসায় আছে। অভিযোগ নিয়ে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত করা হবে।।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে
Gulshan Colony Fire: SIR আবহের মাঝে এবার গুলশন কলোনিতে আগুন, আতঙ্কে গোটা এলাকা